Advertisement
১১ মে ২০২৪

কোস্তা ধোঁয়াশায় আজ লন্ডন ডার্বি চেলসির

চিনের পথে হয়তো দিয়েগো কোস্তা। জানুয়ারিতে কোস্তাকে ছাড়া না হলেও জুনের ট্রান্সফার উইন্ডোতে স্প্যানিশ স্ট্রাইকারকে চিন যাওয়ার সবুজ সঙ্কেত দিতে চলেছে চেলসি।

কোস্তা-ঝামেলার জট ছাড়াতে ব্যস্ত চেলসি।

কোস্তা-ঝামেলার জট ছাড়াতে ব্যস্ত চেলসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০০
Share: Save:

চিনের পথে হয়তো দিয়েগো কোস্তা।

জানুয়ারিতে কোস্তাকে ছাড়া না হলেও জুনের ট্রান্সফার উইন্ডোতে স্প্যানিশ স্ট্রাইকারকে চিন যাওয়ার সবুজ সঙ্কেত দিতে চলেছে চেলসি।

এক স্প্যানিশ দৈনিকের মতে চিনের ক্লাব টিয়ানজিন কুয়ানজিয়ানের সঙ্গে আগাম কথাবার্তা পাকা করে ফেলেছেন চেলসি স্ট্রাইকার। সাপ্তাহিক বেতন হিসেবে কোস্তাকে ৫ লক্ষ ৭২ হাজার পাউন্ডের প্রস্তাব দেওয়া হয়েছে। যা মেসি ও রোনাল্ডোর থেকেও বেশি।

গত মাসে কোস্তা-কন্তের ঝামেলার অন্যতম কারণ হিসেবে বেরিয়ে আসে চিনের প্রস্তাব। যা পাওয়ার পর চোটের বাহানা দেখিয়ে লেস্টার ম্যাচের আগে ট্রেনিং করতে চাননি এ বারের প্রিমিয়ার লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। ফলে কন্তের তোপের মুখে পড়তে হয়। লেস্টার ম্যাচে দলে জায়গা পাননি তিনি।

কিন্তু শোনা যাচ্ছে, ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনার পরে কন্তে ঠিক করেছেন ক্লাবের অন্যতম সেরা অস্ত্রকে বিক্রি করা হবে পরের ট্রান্সফার উইন্ডোতে। কোস্তার পরিবর্তে এখন থেকেই বড় বড় নাম পাখির চোখ করছেন চেলসি কোচ কন্তে। যাঁদের মধ্যে রয়েছেন সেল্টিকের মুসা দেম্বেলে ও রিয়াল মাদ্রিদের আলভারো মোরাতা।

কোস্তার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মধ্যে শনিবার প্রিমিয়ার লিগের হেভিওয়েট ‘লন্ডন ডার্বিতে’ নামছে চেলসি। প্রতিপক্ষ আর্সেনাল। এ বারের লিগে শেষ বার যখন দুই ক্লাব মুখোমুখি হয় ০-৩ হারতে হয়েছিল চেলসিকে। কিন্তু সেই হারই পাল্টে দেয় কন্তের ছক। ৪-৩-৩ থেকে ৩-৪-৩। যে ছকের সৌজন্যে পনেরো ম্যাচ বাকি থাকতে আর্সেনালের থেকে ন’পয়েন্ট এগিয়ে চেলসি। প্রিমিয়ার লিগ টেবলের শীর্ষে কন্তের দল। কিন্তু ওয়েঙ্গারের দলকে হাল্কা ভাবে নিচ্ছেন না কন্তে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হতে পারে। কিন্তু তাতেও সতর্ক চেলসির ইতালীয় কোচ। যাঁর মতে, প্রিমিয়ার লিগ জেতার লড়াইয়ে এখনও ভাল ভাবেই টিকে রয়েছে আর্সেনাল। ‘‘আমার মনে হয় আর্সেনাল এখনও ক্ষমতা রাখে প্রিমিয়ার লিগ জেতার। ওদের বিরুদ্ধে একটা কঠিন ম্যাচ আশা করছি। এই সপ্তাহটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখছি না।’’ আবার কোস্তা-বিতর্ক নিয়েও কন্তে যোগ করেন, ‘‘পরের ট্রান্সফার উইন্ডো আসতে এখনও ছ’মাস বাকি। আসল কথা হচ্ছে কোস্তা খুশি কিনা। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য। চিনের সঙ্গে ওর নাম যুক্ত হওয়ায় আমি চিন্তিত নই।’’

আজ প্রিমিয়ার লিগে

চেলসি বনাম আর্সেনাল
(স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ বিকেল ৬-০০)

তিন দিন আগেই প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিরুদ্ধে ১-২ হেরেছে আর্সেনাল। মেসুট ওজিল থেকে অলিভিয়ার জিরুঁ। ফর্মে নেই কেউ। চোটের জন্য আবার খেলতে পারবেন না অ্যারন র‌্যামসিও। আর্সেনাল কোচ ওয়েঙ্গার বলছেন, ‘‘আমাদের কাছে হেরে কন্তে অনেক কিছু পাল্টেছিল। তার ওপর আবার এন’গোলো কাঁতের মতো দুর্দান্ত ফুটবলার আছে দলে। চেলসির শীর্ষে থাকার পিছনে ওর অবদান অনেক।’’

কিছু দিন আগেই কন্তের উদ্দেশে পেপ গুয়ার্দিওলা বলেছিলেন, ‘‘খেতাব তো চেলসির হাতে।’’ জবাবে কন্তেও তোপ দাগলেন স্প্যানিশ কোচের বিরুদ্ধে। চেলসি কোচ বললেন, ‘‘এ রকম কথা প্রতিটা কোচই বলে থাকে। অন্য দলকে মানসিক ভাবে চাপে ফেলতেই এ সব বলা হয়। এটা চাপ বাড়ানোর ছক ছাড়া কিছুই না। স্বাভাবিক একটা স্ট্র্যাটেজি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diego Costa Chelsea London Derby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE