আই লিগের পরে সুপার কাপেও দুরন্ত ছন্দে চেন্নাই সিটি এফসি। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল আই লিগ চ্যাম্পিয়নেরা।
আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের ১৫ মিনিটেই গোল করে চেন্নাইকে এগিয়ে দেন নেস্তর গর্দিলো। ধাক্কা সামলে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও চেন্নাই গোলরক্ষক মাউরো বোয়েরচিয়ো দুর্ভেদ্য হয়ে ওঠায় সমতা ফেরাতে পারেননি সুনীল ছেত্রীরা। ৫২ মিনিটে বেঙ্গালুরু অধিনায়কের পেনাল্টি কিকও বাঁচান তিনি। ৫৫ মিনিটে পেদ্রো মানজ়ির গোলে ফের এগিয়ে যায় আই লিগ চ্যাম্পিয়নেরা। দশ মিনিট পরে দুরন্ত হেডে সুনীল ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি।
বেঙ্গালুর ছিটকে গিয়েছে। আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন এটিকে কি পারবে সুপার কাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে? আজ, শুক্রবার কোয়ার্টার ফাইনালে ম্যানুয়েল লানসারোতে-দের প্রতিপক্ষ দিল্লি ডায়নামোজ এফসি। এই মরসুমে আইএসএলের শেষ চারে পৌঁছতে পারেনি এটিকে। সেমিফাইনালে উঠে সেই যন্ত্রণা ভুলতে মরিয়া ম্যানুয়েল লানসারোতেরা।