Advertisement
২৭ এপ্রিল ২০২৪
সুপার কাপ

সুনীলদের বিদায়, আজ সতর্ক এটিকে

বেঙ্গালুর ছিটকে গিয়েছে। আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন এটিকে কি পারবে সুপার কাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে?

চেন্নাইয়ের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: টুইটার।

চেন্নাইয়ের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৪:৩২
Share: Save:

আই লিগের পরে সুপার কাপেও দুরন্ত ছন্দে চেন্নাই সিটি এফসি। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল আই লিগ চ্যাম্পিয়নেরা।

আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের ১৫ মিনিটেই গোল করে চেন্নাইকে এগিয়ে দেন নেস্তর গর্দিলো। ধাক্কা সামলে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও চেন্নাই গোলরক্ষক মাউরো বোয়েরচিয়ো দুর্ভেদ্য হয়ে ওঠায় সমতা ফেরাতে পারেননি সুনীল ছেত্রীরা। ৫২ মিনিটে বেঙ্গালুরু অধিনায়কের পেনাল্টি কিকও বাঁচান তিনি। ৫৫ মিনিটে পেদ্রো মানজ়ির গোলে ফের এগিয়ে যায় আই লিগ চ্যাম্পিয়নেরা। দশ মিনিট পরে দুরন্ত হেডে সুনীল ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি।

বেঙ্গালুর ছিটকে গিয়েছে। আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন এটিকে কি পারবে সুপার কাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে? আজ, শুক্রবার কোয়ার্টার ফাইনালে ম্যানুয়েল লানসারোতে-দের প্রতিপক্ষ দিল্লি ডায়নামোজ এফসি। এই মরসুমে আইএসএলের শেষ চারে পৌঁছতে পারেনি এটিকে। সেমিফাইনালে উঠে সেই যন্ত্রণা ভুলতে মরিয়া ম্যানুয়েল লানসারোতেরা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বেঙ্গালুরু ১ চেন্নাই সিটি ২

সুপার কাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ না খেলেই কোয়ার্টার ফাইনালে উঠেছে দিল্লি! কারণ, গোকুলম এফসি ও ইস্টবেঙ্গল নাম প্রত্যাহার করায় ওয়াক ওভার পায় আইএসএলে টেবলে আট নম্বরে শেষ করা দল। শুধু তাই নয়। এ বারের আইএসএলের দুটি ম্যাচেই দিল্লিকে হারিয়েছিল এটিকে। তা সত্ত্বেও সতর্ক কোচ স্টিভ কপেল। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘আইএসএলের দুটি ম্যাচেই দিল্লি ভাল খেলেছিল। হয়তো জিততে পারেনি। কিন্তু ওদের লড়াইটা আমরা ভুলিনি।’’ রিয়াল কাশ্মীরকে ৩-১ হারিয়ে শেষ আটে পৌঁছেছে এটিকে। কপেল বলেছেন, ‘‘কাশ্মীরের সঙ্গে মিল রয়েছে দিল্লির খেলার। তাই আমরা সতর্ক।’’

শুক্রবার সুপার কাপে: দিল্লি ডায়নামোজ এফসি বনাম এটিকে (রাত ৮.৩০, স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Super Cup Chennai City FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE