Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কলকাতার পিছনেই থাকল চেন্নাই

এলানোর জোড়া গোলেও পুরো পয়েন্ট এল না চেন্নাইয়ানের। দু’বার এগিয়েও এলানোর দল ২-২ ম্যাচ শেষ করল। তীব্র উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও আটলেটিকো দে কলকাতাকে টপকাতে পারল না অভিষেক বচ্চনের চেন্নাইয়ান এফসি। বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডের স্ট্রাইকার কোকের শেষ মুহূর্তের গোল এলানোদের শীর্ষে যাওয়ার রাস্তা বন্ধ করে দিল আপাতত। পয়েন্ট টেবিলে এখনও চেন্নাইয়ান (১১) গার্সিয়াদের থেকে এক পয়েন্ট পিছনে (১২)। যদিও একটা ম্যাচ কম খেলেছে চেন্নাইয়ান এফসি (৬)। কলকাতা (৭)।

আইএসএল মেজাজ। জনের ক্লাবের সঙ্গে ড্র করে স্টেডিয়ামে চক্কর অভিষেক, ধোনির। ছবি: পিটিআই

আইএসএল মেজাজ। জনের ক্লাবের সঙ্গে ড্র করে স্টেডিয়ামে চক্কর অভিষেক, ধোনির। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৪ ০১:৫২
Share: Save:

এলানোর জোড়া গোলেও পুরো পয়েন্ট এল না চেন্নাইয়ানের। দু’বার এগিয়েও এলানোর দল ২-২ ম্যাচ শেষ করল। তীব্র উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও আটলেটিকো দে কলকাতাকে টপকাতে পারল না অভিষেক বচ্চনের চেন্নাইয়ান এফসি। বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডের স্ট্রাইকার কোকের শেষ মুহূর্তের গোল এলানোদের শীর্ষে যাওয়ার রাস্তা বন্ধ করে দিল আপাতত। পয়েন্ট টেবিলে এখনও চেন্নাইয়ান (১১) গার্সিয়াদের থেকে এক পয়েন্ট পিছনে (১২)। যদিও একটা ম্যাচ কম খেলেছে চেন্নাইয়ান এফসি (৬)। কলকাতা (৭)।

এ দিন ম্যাচের শুরুতেই চেন্নাইয়ানকে ১-০ এগিয়ে দেন এলানো। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মাত্র তেরো মিনিটের মধ্যেই লেনের দুরন্ত ভলিতে ১-১ করে ফেলে জন আব্রাহামের দল। বিরতির পরে অবশ্য এলানোর গোলেই যখন তিন পয়েন্ট প্রায় নিশ্চিত করে ফেলেছে চেন্নাই, তখনই ২-২ করে চেন্নাইয়ের গোলে বল ঢুকিয়ে সব মাতেরাজ্জির দলের সব অঙ্ক ওলট পালট করে দেন নর্থইস্টের স্ট্রাইকার কোকে। আটলেটিকো কোচ হাবাস পুরো টিমকে ছুটি দিয়ে দিয়েছেন দু’দিনের জন্য। তা সত্ত্বেও হোটেলে বা বাড়িতে বসে এলানো বনাম কোকোদের ম্যাচ দেখেন উত্‌কণ্ঠায় থাকা শুভাশিস-গার্সিয়ারা। ফলে কলকাতার সবাই অবশ্য স্বস্তিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE