Advertisement
E-Paper

ভয়ঙ্কর সুন্দর প্যাট, অভিমন্যু হননি পূজারা

মহেন্দ্র সিংহ ধোনির শহরে শনিবার দিনটা ছিল দু’জনের। ব্যাট হাতে ভারতের রক্ষাকর্তা চেতেশ্বর পূজারা। বল হাতে অস্ট্রেলিয়ার সেরা অস্ত্র প্যাট কামিন্স। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে দেওয়া হল:

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০৪:০৯
নায়ক: বল হাতে মুগ্ধ করলেন পেসার প্যাট কামিন্স। পিটিআই

নায়ক: বল হাতে মুগ্ধ করলেন পেসার প্যাট কামিন্স। পিটিআই

মহেন্দ্র সিংহ ধোনির শহরে শনিবার দিনটা ছিল দু’জনের। ব্যাট হাতে ভারতের রক্ষাকর্তা চেতেশ্বর পূজারা। বল হাতে অস্ট্রেলিয়ার সেরা অস্ত্র প্যাট কামিন্স। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে দেওয়া হল:

পূজারা বনাম চাণক্য স্মিথ: এক্সপ্রেস গতির প্যাট কামিন্সের সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের দ্বৈরথ হয়ে উঠল সব চেয়ে আলোচ্য বিষয়। এর পাশাপাশি আর একটি যুদ্ধ চলল কিছুটা নিঃশব্দেই। চেতেশ্বর পূজারা বনাম স্টিভ স্মিথ। সম্প্রতি স্ট্রাইক রেট নিয়ে কথা শুনতে হয়েছে পূজারাকে। দল থেকে বাদও পড়েছেন মন্থর ব্যাটিংয়ের অভিযোগে। তার পর থেকেই তিনি স্পিনারদের বিরুদ্ধে নতুন রণনীতি নিয়েছেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্পিনারদের লং-অফ বা লং-অনে খেলে খুচরো রান নিয়ে রানের গতি ঠিক রাখছিলেন তিনি। হোমওয়ার্ক করে আসা চতুর স্মিথ তাই পূজারার সিঙ্গলস নেওয়া আটকে দিলেন কাছাকাছি ফিল্ডার রেখে। স্মিথের তৈরি চক্রব্যূহের মধ্যে কিন্তু অভিমন্যু হয়ে প্রাণ দেননি পূজারা। মনঃসংযোগ বা মেজাজ না হারিয়ে পড়ে থাকলেন বাজে বলের জন্য।

ডিআরএস বিতর্ক: পূজারার বিরুদ্ধেই স্টিভ ও’কিফের একটি আবেদন নিয়ে তুলকালাম চলল। অস্ট্রেলীয়দের এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। স্মিথ ডিআরএস চাইলেন। টিভি আম্পায়ার নাইজেল লং বললেন, বল আগে ব্যাটে লেগেছে। নট আউট। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটের সরকারি ওয়েবসাইট প্রশ্ন তুলে দেখাতে থাকল বিতর্কিত সিদ্ধান্ত। ব্রেট লি ধারাভাষ্য দিতে গিয়ে বললেন, তিনি নিশ্চিত নন বল আগে ব্যাটে লেগেছিল কি না। সামনা-সামনি ক্যামেরায় কিন্তু দেখা গিয়েছে বল ব্যাটে লেগে গতিপথ বদলে প্যাডে গিয়ে লাগে। আবার ‘আলট্রা এজ’ প্রযুক্তি দেখায় ব্যাটের সংকেত আসার আগে অন্য কিছুর সঙ্গে সংস্পর্শ হয়েছে। সেটা প্যাডই ধরা হচ্ছে। সব মিলিয়ে ডিআরএস নিয়ে নতুন করে সন্দেহ প্রকাশ করা শুরু হয়ে যায়।

কামাল কামিন্স: অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন যে, ছ’বছর টেস্ট না খেলা কেউ কী করে সোজা ভারতে এসে দারুণ বল করে দেবে? প্যাট কামিন্স কিন্তু সমালোচকদের স্তব্ধ এবং ক্রিকেটভক্তদের মুগ্ধ করে দিলেন। ভারতের পিচে অন্যতম সেরা পেস বোলিংয়ের নমুনা রাখলেন তিনি। কামিন্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এক্সপ্রেস গতির বোলার টেস্টেও স্লোয়ার বল করলেন। ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে স্লোয়ার প্রচুর দেখা যায়। কিন্তু টেস্টেও যে এটা বড় অস্ত্র হতে পারে, কামিন্স দেখিয়ে দিলেন। সঙ্গে নিখুঁত নিশানায় শর্ট পিচ্‌ড ডেলিভারি। ভারতের ছয় উইকেটের মধ্যে চারটি শিকার তাঁর। রাহুল ও অশ্বিনকে ফেরালেন মুখের কাছে ধেয়ে আসা অব্যর্থ শর্ট বলে। কামিন্সকে বলা যেতেই পারে ‘ভয়ঙ্কর সুন্দর’।

বিরাট রোগ ফিরল কি না: হঠাৎ কী হল বিরাট কোহলির? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে একটি ম্যাচেও রান নেই। পাঁচ ইনিংসে মোট রান মাত্র ৪৬। শনিবার কাঁধের চোট নিয়ে নেমে ফের সেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন। যা তাঁর পুরনো রোগ ছিল এবং মাঝে সারিয়ে ফেলেছিলেন। ঘটনা হচ্ছে, কোহালি ডান-হাত নির্ভর গ্রিপে ব্যাট করেন। এর ফলে অফস্টাম্পের বাইরের বলে তাঁর ‘পুশ’ করার প্রবণতা ছিল। এই রোগ থেকে মুক্তির উপায় হচ্ছে, বাইরের বল ছাড়তে থাকা এবং বলকে ব্যাটের কাছে আসতে দেওয়া। ব্যাট বাড়িয়ে দেওয়া যাবে না। সারাক্ষণ প্রতিপক্ষরা তাঁকে ওই জায়গায় আক্রমণ করবে। আর সারাক্ষণ তাঁকে তেন্ডুলকর, দ্রাবিড়দের মতো সংযম দেখিয়ে যেতে হবে। যেটা এ দিন পারলেন না। ভারতীয় ক্রিকেটভক্তদের প্রার্থনা, পুরনো বিরাট রোগ দীর্ঘস্থায়ী না হয়!

Pat Cummins Australia Ranchi Test
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy