Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ওজ়িল ভুল বুঝেছে, দাবি চিন সরকারের

এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন ওজ়িল। ২০১৮-তে রাশিয়া বিশ্বকাপের আগেও তাঁকে নিয়ে উত্তাল হয়েছিল ফুটবল দুনিয়া।

 বিতর্ক: ওজ়িলের টুইট নিয়ে আলোড়ন বিশ্বফুটবলে। ফাইল চিত্র

বিতর্ক: ওজ়িলের টুইট নিয়ে আলোড়ন বিশ্বফুটবলে। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৯
Share: Save:

মেসুত ওজ়িল বিতর্কে নয়া মোড়। টেলিভিশনে আর্সেনালের খেলা সম্প্রচার বন্ধ করে দিল চিন সরকার। এর ফলে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ দেখা থেকে বঞ্চিত হলেন চিনের ফুটবলপ্রেমীরা।

বিতর্কের সূত্রপাত চিনের উইখুরে সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের সমর্থন করে বিশ্বকাপজয়ী জার্মান তারকার সাম্প্রতিক টুইট। চিন সরকার ওজ়িলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। সোমবার চিনের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘সম্পূর্ণ ভুল খবর ও তথ্যে প্রভাবিত হয়েই এই ধরনের মন্তব্য করেছেন ওজ়িল।’’

এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন ওজ়িল। ২০১৮-তে রাশিয়া বিশ্বকাপের আগেও তাঁকে নিয়ে উত্তাল হয়েছিল ফুটবল দুনিয়া। বর্ণবৈষম্যের অভিযোগ তুলে জার্মানির জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন তিনি। বিয়েতে তুরস্কের প্রেসিডেন্টকে নিমন্ত্রণ করেও বিতর্কে জড়িয়েছিলেন ওজ়িল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Football Mesut Ozil Uyghur Muslim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE