আরও এক বার মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কে ক্রিস গেইল। ইংল্যান্ডের ‘দ্য টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেছেন, তাঁর মতে মেয়েদের প্রথম কাজ পুরুষকে সন্তুষ্ট করা। বেঙ্গালুরুতে গেইলের সাক্ষাৎকার যিনি নিয়েছিলেন, সেই সাংবাদিক শার্লট এডওয়ার্ডসের দাবি, গেইল তাঁকে বলেন, ‘‘আপনি কোনও কৃষ্ণাঙ্গের সঙ্গে সহবাস করেছেন বা একসঙ্গে তিনজনে রাত কাটিয়েছেন?’’ যৌন ইঙ্গিতবাহী, আপত্তিকর বেশ কিছু মন্তব্যের মধ্যে গেইল এমনও দাবি করেন যে, তাঁর ‘ব্যাট’ বিশ্বের বৃহত্তম, যা তুলে ধরতে দুটো হাতই লাগে। বলেছেন, ‘‘আমি এতটাই সুপুরুষ যে আমাকে দেখে মেয়েরা নিজেদের সামলাতেই পারে না!’’