Advertisement
০৩ মে ২০২৪
প্রথম সন্তানের জন্মের সাক্ষী থাকতে

দেশে ফিরলেন গেইল, খেলতে পারবেন না দুটো ম্যাচ

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে জামাইকা উড়ে গেলেন ক্রিস গেইল। যার ফলে তাঁর আজ খেলা হচ্ছে না মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে। যে ওয়াংখেড়েতে কয়েক দিন আগেই তাঁর ব্যাট থেকে এসেছিল টি২০ বিশ্বকাপের রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ১৭:২৮
Share: Save:

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে জামাইকা উড়ে গেলেন ক্রিস গেইল। যার ফলে তাঁর আজ খেলা হচ্ছে না মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে। যে ওয়াংখেড়েতে কয়েক দিন আগেই তাঁর ব্যাট থেকে এসেছিল টি২০ বিশ্বকাপের রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি। আবারও সেই ওয়াংখেড়েতেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে তাঁর দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। কিন্তু থাকছেন না বিগ হিটার। তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন গেইলের স্ত্রী। যে কারণে এই সময় তাঁর পাশে থাকতে চেয়েছিলেন গেইল। দলও বাঁধা হয়নি তাঁর এই আন্তরিক চাহিদায়। ইতিমধ্যেই জামাইকায় পৌঁছে গিয়েছেন তিনি। আইপিএল-এর দুটো ম্যাচে তাঁকে পাচ্ছে না দল।

মুম্বইয়ের জন্য অবশ্য গেইলের না থাকাটা ভাল খবর। এমনিতেই ভাল জায়গায় নেই মুম্বইও। চারটের মধ্যে হারতে হয়েছে তিনটি ম্যাচেই। এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর পালা। রয়্যাল চ্যালেঞ্জার্সেরও একই অবস্থা। দু’পয়েন্ট নিয়েই আজ মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামছে দল। এমন অবস্থায় গেইলের না থাকাটা তাঁদের জন্য বড় ধাক্কা। ঠিক যে ভাবে সুবিধে মুম্বইয়ের। গেইলের অবর্তমানে তাঁর জায়গায় দলে আসতে পারেন ত্রাভিস হেড অথবা শেন ওয়াটসনকে তুলে আনা হতে পারে ওপেনিংয়ে।

আরও খবর

১ মে পুণেতে আইপিএল-এর মহারাষ্ট্র ডার্বি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chris Gayle Bengaluru ipl 2016 West Indies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE