Advertisement
১৮ মে ২০২৪
CWG 2022

CWG 2022: ভারোত্তোলনে আরও এক পদক, এ বার রুপো বিকাশ ঠাকুরের

ভারোত্তোলনে ভারতের পদকের বন্যা থামছে না। মঙ্গলবার রুপো পেলেন বিকাশ ঠাকুর। ৯৬ কেজি বিভাগে পদক জিতেছেন তিনি।

বিকাশ ঠাকুর।

বিকাশ ঠাকুর। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ২০:৩৮
Share: Save:

ভারোত্তোলনে আরও একটি পদক এল ভারতের ঘরে। পুরুষদের ৯৬ কেজি বিভাগে রুপো পেলেন বিকাশ ঠাকুর। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩৪৬ কেজি ওজন তুলেছেন তিনি। সোনা জিতেছেন সামোয়ার ডন ওপেলোগে। তিনি ৩৮১ কেজি ওজন তুলেছেন।

স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ১৫৫ কেজি ওজন তোলেন বিকাশ। সেটিই তাঁর সর্বোচ্চ। এর পর ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৯১ কেজি তোলেন। তৃতীয় প্রয়াসে ১৯৮ কেজি তুলতে যান। কিন্তু সফল হননি। তাতেও রুপো পাওয়া আটকায়নি। ব্রোঞ্জ পেয়েছেন ফিজির তানিয়েলা তাইসুভা।

কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সেরা ভারোত্তোলক বিকাশ। টানা তিনটি কমনওয়েলথে পদক জিতলেন। ২০১৪ গ্লাসগো গেমসে ৮৫ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। ২০১৮ গোল্ড কোস্ট গেমসে তিনি নেমেছিলেন ৯৪ কেজি বিভাগে। সেখানে ব্রোঞ্জ। এ বার রুপো।

শুধু কমনওয়েলথ গেমসই নয়, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও তিনি সফল। ২০১৫-য় পুনে গেমসে সোনা জিতেছিলেন। এ ছাড়া দু’টি রুপো এবং দু’টি ব্রোঞ্জ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CWG 2022 Commonwealth Games 2022 Vikas Thakur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE