Advertisement
১৩ ডিসেম্বর ২০২৫

গড় গতিই বলে দিচ্ছে পেস সাম্রাজ্যের অধীশ্বর এখন বুমরা-ইশান্তরাই

বিশ্বকে দুর্দান্ত সব স্পিনার উপহার দিলেও পেস বিভাগে বরাবরই পিছিয়ে ছিল ভারত। কপিল-জাহিররা ভাল বোলার হলেও ভয়ঙ্কর গতি ছিল না কারওরই। কিন্তু সেই অভিযোগ এখন অতিত। বুমরা-ইশান্তরা এখন গতিতেই মাত করছেন রুটদের। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের বাকি দেশগুলির পেসশক্তির সামনে কোথায় দাঁড়িয়ে ভারতীয় পেসাররা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ১৪:৩২
Share: Save:
০১ ২১
বিশ্বকে দুর্দান্ত সব স্পিনার উপহার দিলেও পেস বিভাগে বরাবরই পিছিয়ে ছিল ভারত। কপিল-জাহিররা ভাল বোলার হলেও ভয়ঙ্কর গতি ছিল না কারওরই। কিন্তু সেই অভিযোগ এখন অতিত। বুমরা-ইশান্তরা এখন গতিতেই মাত করছেন রুটদের। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের বাকি দেশগুলির পেসশক্তির সামনে কোথায় দাঁড়িয়ে ভারতীয় পেসাররা।

বিশ্বকে দুর্দান্ত সব স্পিনার উপহার দিলেও পেস বিভাগে বরাবরই পিছিয়ে ছিল ভারত। কপিল-জাহিররা ভাল বোলার হলেও ভয়ঙ্কর গতি ছিল না কারওরই। কিন্তু সেই অভিযোগ এখন অতিত। বুমরা-ইশান্তরা এখন গতিতেই মাত করছেন রুটদের। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের বাকি দেশগুলির পেসশক্তির সামনে কোথায় দাঁড়িয়ে ভারতীয় পেসাররা।

০২ ২১
যশপ্রীত বুমরা: ভারতীয় পেস ব্যাটারির অন্যতম সদস্য বুম বুম বুমরার গড় গতি ১৪০-১৪৪ কিমি/ঘণ্টা। ছবি: এপি।

যশপ্রীত বুমরা: ভারতীয় পেস ব্যাটারির অন্যতম সদস্য বুম বুম বুমরার গড় গতি ১৪০-১৪৪ কিমি/ঘণ্টা। ছবি: এপি।

০৩ ২১
উমেশ যাদব: বিদর্ভের এই ডানহাতি পেসারের গড় গতি ১৪০-১৪২ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

উমেশ যাদব: বিদর্ভের এই ডানহাতি পেসারের গড় গতি ১৪০-১৪২ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

০৪ ২১
ইশান্ত শর্মা: চোট আঘাতের কিছু সমস্যা থাকলেও লম্বা এই পেসারের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা। ছবি: এএফপি।

ইশান্ত শর্মা: চোট আঘাতের কিছু সমস্যা থাকলেও লম্বা এই পেসারের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা। ছবি: এএফপি।

০৭ ২১
জেমস অ্যান্ডারসন: নিখুঁত লাইন লেংথে বল করলেও ইংল্যান্ডের সেরা পেসারের গড় গতি কিন্তু ১২৭-১৩১ কিমি/ঘণ্টা। ছবি: এএফপি।

জেমস অ্যান্ডারসন: নিখুঁত লাইন লেংথে বল করলেও ইংল্যান্ডের সেরা পেসারের গড় গতি কিন্তু ১২৭-১৩১ কিমি/ঘণ্টা। ছবি: এএফপি।

০৮ ২১
স্টুয়ার্ট ব্রড: পেসারসুলভ আগ্রাসনের কোনও খামতি না থাকলেও ব্রডের গড় গতি কিন্তু মাত্র ১২৯-১৩৩ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

স্টুয়ার্ট ব্রড: পেসারসুলভ আগ্রাসনের কোনও খামতি না থাকলেও ব্রডের গড় গতি কিন্তু মাত্র ১২৯-১৩৩ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

০৯ ২১
বেন স্টোকস: অলরাউন্ডার স্টোকসকে ঠিক পেসার বলা চলে না। স্টোকসের গড় গতি ১২৬-১৩০ কিমি/ঘণ্টা।

বেন স্টোকস: অলরাউন্ডার স্টোকসকে ঠিক পেসার বলা চলে না। স্টোকসের গড় গতি ১২৬-১৩০ কিমি/ঘণ্টা।

১০ ২১
ক্রিস ওকস: স্টোকসের মতো আরেক ইংরেজ অলরাউন্ডার ওকসেরও গতি তেমন কিছু নয়। গড় গতি মাত্রই ১২৩-১২৭ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

ক্রিস ওকস: স্টোকসের মতো আরেক ইংরেজ অলরাউন্ডার ওকসেরও গতি তেমন কিছু নয়। গড় গতি মাত্রই ১২৩-১২৭ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

১১ ২১
মিচেল স্টার্ক: অজি পেস আক্রমণের সেরা অস্ত্র। বাঁহাতি মিচেলের গড় গতি ১৪০-১৪৫ কিমি/ঘণ্টা।

মিচেল স্টার্ক: অজি পেস আক্রমণের সেরা অস্ত্র। বাঁহাতি মিচেলের গড় গতি ১৪০-১৪৫ কিমি/ঘণ্টা।

১২ ২১
প্যাট কামিন্স: ভাল গতিতে বল করতে পারেন এই অজি স্পিডস্টারও। ডানহাতি কামিন্সের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা।

প্যাট কামিন্স: ভাল গতিতে বল করতে পারেন এই অজি স্পিডস্টারও। ডানহাতি কামিন্সের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা।

১৩ ২১
জস হ্যাজলউড: স্টার্ক-কামিন্সের মতো না হলেও মোটামুটি জোরে বল করেন হ্যাজেলউডও। গড় গতি ১৩৫-১৩৮ কিমি/ঘণ্টা।

জস হ্যাজলউড: স্টার্ক-কামিন্সের মতো না হলেও মোটামুটি জোরে বল করেন হ্যাজেলউডও। গড় গতি ১৩৫-১৩৮ কিমি/ঘণ্টা।

১৪ ২১
জেমস প্যাটিনসন: অস্ট্রেলিয়া প্রথম একাদশে নিয়মিত না হলেও ডানহাতি প্যাটিনসনের গড় গতি ১৩৫-১৩৮ কিমি/ঘণ্টা।

জেমস প্যাটিনসন: অস্ট্রেলিয়া প্রথম একাদশে নিয়মিত না হলেও ডানহাতি প্যাটিনসনের গড় গতি ১৩৫-১৩৮ কিমি/ঘণ্টা।

১৫ ২১
মহম্মদ আমির: স্পট ফিক্সিং কাণ্ড এখন অতিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার বাঁহাতি আমিরের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা।

মহম্মদ আমির: স্পট ফিক্সিং কাণ্ড এখন অতিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার বাঁহাতি আমিরের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা।

১৬ ২১
মহম্মদ আব্বাস: পাক দলের নতুন মুখ এই পেসারের গড় গতি ১৩০-১৩৫ কিমি/ঘণ্টা।

মহম্মদ আব্বাস: পাক দলের নতুন মুখ এই পেসারের গড় গতি ১৩০-১৩৫ কিমি/ঘণ্টা।

১৭ ২১
হাসান আলি: টেস্ট বা ওয়ান ডে, পাক দলের নিয়মিত সদস্য এই পেসারের গড় গতি ১৩৩-১৩৭ কিমি/ঘণ্টা।

হাসান আলি: টেস্ট বা ওয়ান ডে, পাক দলের নিয়মিত সদস্য এই পেসারের গড় গতি ১৩৩-১৩৭ কিমি/ঘণ্টা।

১৮ ২১
ফাহিম আশরফ: পাক পেস ব্যাটারির অন্যতম সদস্য ফাহিমের গড় গতি ১৩৩-১৩৫ কিমি/ঘণ্টা।

ফাহিম আশরফ: পাক পেস ব্যাটারির অন্যতম সদস্য ফাহিমের গড় গতি ১৩৩-১৩৫ কিমি/ঘণ্টা।

১৯ ২১
ডেল স্টেন: এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার স্টেনের গড় গতি ১৪৫-১৪৮ কিমি/ঘণ্টা।

ডেল স্টেন: এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার স্টেনের গড় গতি ১৪৫-১৪৮ কিমি/ঘণ্টা।

২০ ২১
কাগিসো রাবাডা: প্রোটিয়া পেস আক্রমণের নয়া সেনসেশন এই ডানহাতির গড় গতি ১৪৫-১৪৮ কিমি/ঘণ্টা।

কাগিসো রাবাডা: প্রোটিয়া পেস আক্রমণের নয়া সেনসেশন এই ডানহাতির গড় গতি ১৪৫-১৪৮ কিমি/ঘণ্টা।

২১ ২১
লুঙ্গি এনগিডি: পেসের সঙ্গে সুইং মিশিয়ে বিপক্ষকে পর্যুদস্ত করতে এনগিডির জুড়ি মেলা ভার। এই ডানহাতির গড় গতি ১৩৫-১৪০ কিমি/ঘণ্টা।

লুঙ্গি এনগিডি: পেসের সঙ্গে সুইং মিশিয়ে বিপক্ষকে পর্যুদস্ত করতে এনগিডির জুড়ি মেলা ভার। এই ডানহাতির গড় গতি ১৩৫-১৪০ কিমি/ঘণ্টা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy