Advertisement
E-Paper

ধোনি খেলবেন কোথায়, তা নিয়ে ধোঁয়াশা

রাঁচি থেকে ভোরবেলায় ট্রেনে চেপে কলকাতায় এলেন তিনি। সফলতম ভারত অধিনায়ক, কে বলবে! আর কে-ই বা বলবে তিনি দু’টো বিশ্বকাপ চ্যাম্পিয়ন। একটি টি-টোয়েন্টি, অন্যটি পঞ্চাশ ওভারের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৮
ভারত অধিনায়ক থেকে রাজ্য দল ঝাড়খণ্ডের নেতা। বুধবার সকালে ভিড়ের মধ্যেই নেমে পড়লেন হাওড়া স্টেশনে।-সুদীপ্ত ভৌমিক

ভারত অধিনায়ক থেকে রাজ্য দল ঝাড়খণ্ডের নেতা। বুধবার সকালে ভিড়ের মধ্যেই নেমে পড়লেন হাওড়া স্টেশনে।-সুদীপ্ত ভৌমিক

রাঁচি থেকে ভোরবেলায় ট্রেনে চেপে কলকাতায় এলেন তিনি। সফলতম ভারত অধিনায়ক, কে বলবে! আর কে-ই বা বলবে তিনি দু’টো বিশ্বকাপ চ্যাম্পিয়ন। একটি টি-টোয়েন্টি, অন্যটি পঞ্চাশ ওভারের।

এর সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী। চেন্নাই সুপার কিংগসের হয়ে দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন। কিন্তু বুধবার যে ক্রিকেটার হাওড়া স্টেশনে নামলেন, তিনি যে আবার ফিরে গিয়েছেন তাঁর পুরনো দিনে। কলকাতায় এলেন এমএসডি। মহেন্দ্র সিংহ ধোনি। নিছকই ঝাড়খন্ডের অধিনায়ক হিসাবে। শুনতে কর্কশ লাগতে পারে ধোনি-ভক্তদের। কিন্তু এটাই তো সত্যি যে, অধিনায়ক ধোনি এখন অক্ষত রয়েছেন শুধু ঝাড়খণ্ডের জার্সিতে। বাকি সবই অতীত।

সামনের বছর আবার আইপিএলে ফিরে যেতে পারেন চেন্নাই সুপার কিংগসে। তখন আবার নির্বাসন কাটিয়ে ফিরে আসবে শ্রীনিবাসনের চেন্নাই দল। ধোনি হয়তো ফিরে যাবেন। সে তো পরের কথা। আপাতত ঝাড়খণ্ডই একমাত্র দল যেখানে দেখা যাবে ‘ক্যাপ্টেন কুল’-কে। যদিও কলকাতা নামা ইস্তক তাঁকে নিয়ে যে রকম হইচই চলল, বোঝাই যাচ্ছে পুণে সুপারজায়ান্টস অধিনায়কত্ব কেড়ে নিলেও ভক্তদের ভালবাসায় কোনও ঘাটতি নেই।

হাওড়া স্টেশন থেকে বাড়তি নিরাপত্তার বলয় তৈরি করে তাঁকে নিয়ে যেতে হল। প্র্যাকটিস নিয়েও ছড়িয়ে পড়ল নানা বিভ্রান্তি। শোনা গেল, বুধবারেই প্র্যাকটিস করবে ধোনির দল। পরে আবার তা বাতিল করা হল। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খোলা মাঠ। সেখানে কি নামতে পারবেন তারকা ধোনি? সিএবি থেকে এক কর্তা বললেন, ‘‘আমাদের কাছে কোনও খবরই ছিল না ধোনি আসবে বলে। এখন অনেক কিছু নিয়েই ভাবতে হচ্ছে। অপেক্ষা করছি বোর্ড থেকে কী বলা হয় তা দেখার জন্য।’’

হাওড়ায় নামছেন ধোনি।

আয়োজক সিএবি ঠিক করেছিল, যে দল যে মাঠে খেলবে, সেখানেই তাদের অনুশীলনের ব্যবস্থা করা হবে। সেই নিয়মে ধোনিরা যে দিন সল্টলেকে খেলবেন, তার আগে সেখানেই মহড়া চলা উচিত। এখন সেই সূচিই রাখা হবে কি না, দেখার বিষয়। আবার ঝাড়খণ্ডের ম্যাচ দেওয়া হয়েছে কল্যাণীতেও। ম্যাচের আগের দিনই তা হলে ধোনিকে চলে যেতে হবে কল্যাণীতে। সেখানকার হোটেলে থাকতে হবে। কল্যাণীর মাঠে অনুশীলনও করতে হবে। তার জন্যও আলাদা নিরাপত্তার আয়োজন করতে হবে। যা পরিস্থিতি, সিএবি কর্তারা ভাবছেন বোর্ডের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরামর্শ চাইবেন। ধোনির সব ম্যাচ ইডেনে খেলার ব্যবস্থা করতে হলে সূচিতে পরিবর্তন করতে হবে। বোর্ডের অনুমতি ছাড়া সেটা সম্ভব হবে না।

তেরো বছর পরে ট্রেনে চেপে কোনও ক্রিকেট সফরে যাওয়া ধোনি অবশ্য বুধবার ট্রেন্ডিং নিউজ হয়ে গেলেন। ঝাড়খণ্ডের ম্যানেজার পর্যন্ত উত্তেজিত ভাবে বলছিলেন, ট্রেনের মধ্যে কী ভাবে সকলকে অটোগ্রাফ দিয়েছেন ধোনি। কলকাতায় তিনি থাকছেন সপ্তা দু’য়েক। খেলবেন বিজয় হাজারে ট্রফির ছ’টি ম্যাচ।

Confusion MS Dhoni Jharkhand Team Practice Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy