ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল ব্রাজিল। রবিবার রাতে ম্যাচের আগাগোড়া শাসন করে তিতের দল। কোভিডে বিধ্বস্ত দুর্বল ভেনেজুয়েলাকে তারা দাঁড়াতেই দেয়নি।
ম্যাচের প্রথমার্ধে মাঝামাঝি ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন মার্কুইনহোস। বক্সের মধ্যে ব্যাক-হিল করেছিলেন। তা বিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান নেমার। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল দানিলোকে। পেনাল্টি থেকে ২-০ করেন নেমার। ব্রাজিলের তৃতীয় গোল গ্যাব্রিয়েল বার্বোসার। নেমার ক্রস বুকে নামিয়ে গোল করেন তিনি।
কোভিডে এমনিতেই বিধ্বস্ত ব্রাজিল। প্রতিযোগিতা আয়োজন নিয়েও বিস্তর টালবাহানা হয়েছে। সেখানে প্রথম ম্যাচ জিততে পেরে খুশি অধিনায়ক কাসেমিরো। বলেছেন, “এই জার্সিটার ওজন বড্ড বেশি। ফ্রেন্ডলি, কোপা আমেরিকা, যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে, বিশ্বকাপ যা-ই হোক না কেন, আমরা জিততেই মাঠে নামি। এই জার্সির সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য।”
#CopaAmérica 🏆
— Copa América (@CopaAmerica) June 13, 2021
De pênalti, Neymar marca o segundo do @CBF_Futebol
De penal, Neymar marcó el segundo de @CBF_Futebol ante La VinotintoBrasil 🆚 Venezuela
#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/6jdpmX1yrw
#CopaAmérica 🏆 @neymarjr 🙌🏼🙌🏼
— Copa América (@CopaAmerica) June 13, 2021Brasil 🆚 Venezuela
#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/j0trGuItBQ
আগামী ১৭ জুন পেরুর বিরুদ্ধে নামছেন নেমাররা। ভেনেজুয়েলা ওই দিন খেলবে কলম্বিয়ার বিপক্ষে।