Advertisement
২৩ মার্চ ২০২৩
pele

Copa America: ব্রাজিলের হয়ে সব থেকে বেশি গোল! নেমারই তাঁর রেকর্ড ভাঙুন, চান পেলে

নেমার এবং পেলে।

নেমার এবং পেলে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৯:২৫
Share: Save:

পেরুর বিরুদ্ধে গোল করে ব্রাজিলের বিখ্যাত স্ট্রাইকার রোনাল্ডোকে টপকে গিয়েছেন নেমার। দেশের জার্সিতে ৬৮ গোল করে ফেলেছেন। এবার সামনে শুধু পেলে (৭৭)। আর ১০টি গোল করলেই তাঁকে টপকে গিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করে ফেলবেন নেমার।

Advertisement

নেমারের এমন কীর্তিতে খুশি পেলেও। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যখনই ওকে দেখি, তখনই ও হাসে। ওকে দেখে পাল্টা হাসি ফিরিয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। সমস্ত ব্রাজিলীয়ের মতো ওকেও খেলতে দেখলে আমি খুশি হই। আজ আমার গোল সংখ্যার দিকে আরও একধাপ এগিয়ে গেল ও। যত দ্রুত ও এই রেকর্ড ভেঙে দেবে ততই ভাল। প্রথম বার ওকে খেলতে দেখার সময় যতটা খুশি হয়েছিলাম, এখনও ততটাই হই’।

শুক্রবার ভোরে পেরুকে হারানোর পর নেমার বলেছেন, “ব্রাজিলের ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত। সত্যি বলতে, ব্রাজিলের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। কোনওদিন ভাবিনি এই সংখ্যার কাছাকাছি আসতে পারব। আমার কাছে ব্যাপারটা খুব আবেগের। কারণ গত দু’বছরে আমার সময়টা খুব কঠিন গিয়েছে। ব্রাজিলের হয়ে খেলতে পেরে আমি কতটা খুশি হই, এই সংখ্যাই সেটা বলে দিচ্ছে।”

Advertisement
array(10) { ["version"]=> string(3) "1.0" ["author_name"]=> string(4) "pele" ["provider_name"]=> string(9) "Instagram" ["provider_url"]=> string(26) "https://www.instagram.com/" ["type"]=> string(4) "rich" ["width"]=> int(658) ["html"]=> string(6959) "
" ["thumbnail_url"]=> string(276) "https://scontent.cdninstagram.com/v/t51.2885-15/e35/s480x480/202279454_524072662361505_1776622628385713924_n.jpg?tp=1&_nc_ht=scontent.cdninstagram.com&_nc_cat=1&_nc_ohc=Kz_aKymkJF4AX8GiPnW&edm=AMO9-JQAAAAA&ccb=7-4&oh=2585ce5682e31e4f5a9f754970c53144&oe=60D3821A&_nc_sid=b9f2ee" ["thumbnail_width"]=> int(480) ["thumbnail_height"]=> int(480) }
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.