Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

দক্ষিণ আফ্রিকায় প্রথম একাদশে নিশ্চিত নন অশ্বিন-জাডেজা: বিরাট

ভারত-শ্রীলঙ্কা সিরিজ শেষ হচ্ছে ২৪ ডিসেম্বর টি২০ ম্যাচ দিয়ে। দল দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবে ২৭ ডিসেম্বর। কোহালি বলেন, ‘‘স্বাভাবিকভাবেই আমাদের হাতে সময় কম। যেটা নিয়ে ভবিষ্যতে আমাদের ভাবতে হবে।’’

নাগপুরে অনুশীলনে বিরাট কোহালি। ছবি: এএফপি।

নাগপুরে অনুশীলনে বিরাট কোহালি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
নাগপুর শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ১৫:১৭
Share: Save:

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আলাদা করে প্রস্তুতি সময় নেই ভারতীয় দলের কাছে। তাই শ্রীলঙ্কা সিরিজকেই সেই প্রস্তুতির মঞ্চ বানাতে চাইছেন অধিনায়ক বিরাট কোহালি। যে কারণে নাগপুরে বাউন্সি পিচের পক্ষে টিম ম্যানেজমেন্ট। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নাকি কোনও চয়েস দেওয়া হয়নি। টুর্নামেন্টের মধ্যে আবদ্ধ থাকায় প্রস্তুতির সময় নেই। কোহালিকে পিচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি মেনে নিয়ে বলেন, ‘‘হ্যাঁ, শ্রীলঙ্কা সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে উড়ে যাওয়ার আগে আমরা মাত্র দু’দিন হাতে পাব। যে কারণে আমাদের হাতে কোনও বিকল্প নেই। এর মধ্যেই নিজের তৈরি করতে হবে। একমাস হাতে পেলে সঠিক প্রস্তুতি নেওয়া যায়। শিবির করে সেই প্রস্তুতি নেওয়া যায়। এখন হাতে যা আছে তার মধ্যেই করতে হবে।’’

আরও পড়ুন

বরফে সহবাগ বনাম শোয়েব

ব্রিসবেনে আজ বডিলাইন ফেরানোর ডাক ওয়ার্নের

ভারত-শ্রীলঙ্কা সিরিজ শেষ হচ্ছে ২৪ ডিসেম্বর টি২০ ম্যাচ দিয়ে। দল দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবে ২৭ ডিসেম্বর। কোহালি বলেন, ‘‘স্বাভাবিকভাবেই আমাদের হাতে সময় কম। যেটা নিয়ে ভবিষ্যতে আমাদের ভাবতে হবে। কারণ খুব সহজেই আমাদের পারফরমেন্স নিয়ে কাঁটাছেড়া হবে কিন্তু এটা ভাবা হবে না আমরা প্রস্তুতির জন্য কতটা সময় পেয়েছি। সকলে মিলে প্লেয়ারদের নিয়ে আলোচনা শুরু করে দেবে।’’ যে কারণে শ্রীলঙ্কা সিরিজের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি সেরে ফেলার পরিকল্পনা করছেন বিরাট কোহালি। বলেন, ‘‘এটা সঠিক হওয়া উচিত। আমরা কী ভাবে প্রস্তুতি নিচ্ছি এবং কতটা পাচ্ছি তার উপর আমাদের সমালোচনা হওয়া উচিত। আমার মনে হয় এটা আমাদের জন্য নিজেদের কাছেই ভাল সুযোগ। দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি তৈরি করা এবং সেখানে খেলা।’’

নাগপুরের পিচ দেখছেন রাহানে ও পূজারা। ছবি: এএফপি।

কোহালি এই বার্তাও দিয়ে দিয়েছেন এই ভারতীয় দলে প্রথম এগারোয় কেউই নিশ্চিত নয়। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার ক্ষেত্রে। কারণ বিদেশের মাটিতে সিঙ্গল স্পিনারেই খেলবে ভারত। বিরাট বলে, ‘‘আমি এই কথা দিতে পারছি না যখন আমরা বিদেশ সফরে যাব তখন দুই স্পিনারে খেলব কি না। কারণ দলের ভারসাম্যের দিকে খেয়াল রাখতে হবে। দু’জনের মধ্যে যার ব্যাটিং ক্ষমতা বেশি তাকেই প্রথম এগারোয় রাখতে হবে।’’ অতীতের সাফল্য ব্যর্থতা নিয়ে ভেবে বর্তমানের দল বানানোর পক্ষে নন বিরাট। সবটাই নির্ভর করবে কোথায় খেলছে তার উপর।

উদাহরণ দিয়ে বিরাট কোহালি বলেন, ‘‘এই মুহূর্তে অ্যাসেজ চলছে। গাব্বার স্বাভাবিক চেনা উইকেটের চরিত্র দেখা যাচ্ছে না। অনেক পেস, বাউন্স রয়েছে। এটা তার উপর নির্ভর করবে যে আমরা কোথায় খেলছি। সেই মতো দল নির্বাচন করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE