স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের নিয়ে তৈরি ডামাডোলের মধ্যেই অস্ট্রেলীয় টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ৪৬তম টেস্ট অধিনায়ক হিসেবে টিম পেইনকে ব্যাগি গ্রিনের দায়িত্ব দিল তারা।
কেপটাউন টেস্ট চলাকালীন বল বিকৃতির ফুটেজ বাইরে আসার পর স্টিভ স্মিথ জানিয়েছিলেন সেই টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন না তিনি। স্মিথের পাশাপাশি সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ডেভিড ওয়ার্নারও।
অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে সেই টেস্টে চতুর্থ এবং পঞ্চম দিনে অজি বাহিনীক নেতৃত্ব দিয়েছিলেন টিম পেইন। চতুর্থ টেস্টে নামার আগে অধিনায়কত্বের ব্যাটন পাকাপাকি ভাবে পেইনের হাতে তুলে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।