Advertisement
২০ এপ্রিল ২০২৪

টেলরের চোখ প্রস্তুতিতে

বলা হচ্ছে, ইংল্যান্ডের পিচে এ বার ব্যাটসম্যানেরাই বেশি সুবিধা পাবেন।

রস টেলর। ফাইল চিত্র।

রস টেলর। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৯ ০৪:৫২
Share: Save:

বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচকে অসম্ভব গুরুত্ব দিচ্ছেন নিউজ়িল্যান্ডের মিডলঅর্ডার ব্যাটসম্যান রস টেলর।

বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের প্রথম ম্যাচ ১ জুন। কার্ডিফে সে ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিযোগিতা শুরুর আগে রস টেলরেরা দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫ এবং ২৮ মে।

টেলর ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচকেই বেশি গুরুত্ব দিয়ে মন্তব্য করেছেন, ‘‘আমাদের আসল প্রস্তুতিটা হয়ে যাবে ২৫ মে কোহালিদের বিরুদ্ধে। সন্দেহ নেই এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দেশ ভারত। অন্যতম ফেভারিটও। তাই প্রতিযোগিতা শুরুর আগে এত ভাল একটা দলের বিরুদ্ধে খেলে নিতে পারাটা প্রস্তুতির বিরাট সুযোগ আমাদের কাছে।’’

আরও পড়ুন: কোহালি থেকে বুমরা, ভারতের বিশ্বকাপ দলের কোন বিভাগে সেরা কারা

এই বিশ্বকাপে প্রতিটি দেশ পরস্পরের বিরুদ্ধে খেলবে। সেরা চারটি দেশ উঠবে সেমিফাইনালে। যার প্রশংসা করে ৩৫ বছর বয়সি নিউজ়িল্যান্ড তারকা মন্তব্য করেছেন, ‘‘অন্য খেলার বিশ্বকাপগুলোয় আলাদা আলাদা ‘পুল’ করে ম্যাচ হয়। এ বার আমরা সবাই সবার বিরুদ্ধে খেলব। ঠিক বিরানব্বই বিশ্বকাপের মতো। তাই এ বারের প্রতিযোগিতা আরও আকর্ষণীয় হবে আমার বিশ্বাস।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বলা হচ্ছে, ইংল্যান্ডের পিচে এ বার ব্যাটসম্যানেরাই বেশি সুবিধা পাবেন। যা নিয়ে টেলরের বিশ্লেষণ, ‘‘জানি না এ সব কেন বলা হচ্ছে। কিছুদিন আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই ধরুন। ওখানে প্রতিযোগিতার আগে সবাই বলেছিল সব দেশ নাকি বড় বড় সব ইনিংস গড়বে। বাস্তবে কিন্তু সেটা হয়নি। আসলে আমাদের সবাইকে নমনীয় থাকতে হবে। পরিস্থিতি যে কোনও রকম হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE