শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। দু’দলের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ় হবে। এই পাঁচ টেস্টের সিরিজ়ে দু’দলের তিন ক্রিকেটারের কাছে সুযোগ থাকবে ১০ রেকর্ড গড়ার। একা ইংল্যান্ডের জো রুট গড়তে পারেন ছ’টা রেকর্ড। ভারতের জসপ্রীত বুমরাহের কাছে সুযোগ রয়েছে তিনটে রেকর্ড গড়ার।
এক নজরে দেখে নেওয়া যাক, কী সেই ১০ রেকর্ড—
১) টেস্টে এখনও পর্যন্ত ২০৮ ক্যাচ ধরেছেন জো রুট। তিনি যদি এই সিরিজ়ে আর তিনটে ক্যাচ ধরেন তা হলে টেস্টে রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড (২১০) ভাঙবেন তিনি। টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড হবে রুটের।
২) ভারতের বিরুদ্ধে ৩০ টেস্টে ২৮৪৬ রান করেছেন রুট। আর ১৫৪ রান করলে ভারতের বিরুদ্ধে ৩০০০ রান হবে তাঁর। তা হলে রুটই হবেন বিশ্বের প্রথম ব্যাটার, যিনি ভারতের বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান করেছেন।
৩) ১৫৩ টেস্টে ১৩,০০৬ রান করেছেন রুট। আর ৩৭৩ রান করলে তাঁর রান হবে ১৩,৩৭৯। সে ক্ষেত্রে রিকি পন্টিংকে (১৩,৩৭৮) টপকে টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হবেন ইংল্যান্ডের ব্যাটার। শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৫,৯২১)।
৪) ইংল্যান্ডের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৪ ম্যাচে ৫৫৪৩ রান করেছেন রুট। যদি এই পাঁচ টেস্টে তিনি অন্তত ৪৫৭ রান করেন তা হলে ৬০০০ রান হবে তাঁর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যাটার হিসাবে এই রেকর্ড হবে রুটের।
৫) পাঁচ টেস্টে ১৪২ রান করতে পারলে প্রথম ইংরেজ ব্যাটার হিসাবে ভারতের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে ৪০০০ রান হবে রুটের। এই কীর্তি রয়েছে রিকি পন্টিং, মাহেল জয়বর্ধনে ও কুমার সঙ্গকারার।
আরও পড়ুন:
৬) ভারতের বিরুদ্ধে ৩০ টেস্টে ১০ শতরান করেছেন রুট। একমাত্র স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে বেশি (১১) টেস্ট শতরান করেছেন। এই সিরিজ়ে আর দুটো শতরান করলেই স্মিথের রেকর্ড ভাঙবেন রুট।
৭) ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে ৯ টেস্টে ৩৭ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। যদি এই সিরিজ়ে তিনি আর ১২ উইকেট নিতে পারেন তা হলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট হবে তাঁর।
৮) সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে ৩৫ টেস্টে ১৪৫ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতের বোলারদের মধ্যে তিনি এই চার দেশে সর্বাধিক উইকেট নিয়েছেন। এই সিরিজ়ে আর দুটো উইকেট নিতে পারলে এশিয়ার বোলারদের মধ্যে এই চার দেশে সর্বাধিক টেস্ট উইকেটের মালিক হবেন তিনি। ভাঙবেন ওয়াসিম আক্রমের (১৪৬) রেকর্ড।
৯) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। এই সিরিজ়ে আর দু’বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিতে পারলে টেস্ট বিশ্বকাপে রেকর্ড হবে তাঁর। এখনও পর্যন্ত সেই রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের দখলে। ১১ বার এই কীর্তি করেছেন তিনি।
১০) একটা রেকর্ড অবশ্য নিশ্চিত। শুক্রবার ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে টস করতে নামবেন শুভমন গিল। সেই সঙ্গেই একটা নজির গড়বেন তিনি। তিনিই পঞ্জাবের প্রথম ক্রিকেটার, যিনি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন।