Advertisement
০৯ মে ২০২৪
12th Fail Movie

বাপ কা বেটা! রঞ্জি অভিষেকেই শতরান ‘টুয়েলভ্‌থ ফেল’ পরিচালকের ছেলের

বলিউডে এই মুহূর্তে সাড়া ফেলেছে ‘টুয়েলভ্‌থ ফেল’ সিনেমা। পরিচালক বিধু বিনোদ চোপড়ারও প্রশংসা চলছে সর্বত্র। সেই প্রশংসার মাঝেই বিধু বিনোদের ছেলে অগ্নি চোপড়াও শিরোনামে চলে এসেছেন।

cricket

বিধু বিনোদ চোপড়া এবং তাঁর ছেলে অগ্নি (ডান দিকে)। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১১:৩২
Share: Save:

বলিউডে এই মুহূর্তে সাড়া ফেলেছে ‘টুয়েলভ্‌থ ফেল’ সিনেমা। দ্বাদশ ফেল এক ছাত্রের আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনি নাড়িয়ে দিয়েছে সিনেপ্রেমীদের। সেই সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়ারও প্রশংসা চলছে সর্বত্র। এর মাঝেই বিধু বিনোদের ছেলে অগ্নি চোপড়াও শিরোনামে চলে এসেছেন। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই শতরান করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মি‌জ়‌োরামের ক্রিকেটার অগ্নি ১৭৯ বলে ১৬৬ রানের ইনিংস খেলেছেন সিকিমের বিরুদ্ধে।

আমেরিকার মিশিগানে জন্ম অগ্নির। তবে মুম্বইয়ে জুনিয়র ক্রিকেট খেলে তাঁর উত্থান। কিন্তু কড়া প্রতিযোগিতার বাজারে মুম্বই দলে সুযোগ মেলা কঠিন দেখেই তিনি মিজ়‌োরামের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গত বছরের অক্টোবরে সীমিত ওভারের ক্রিকেটে মিজ়োরামের হয়ে অভিষেক অগ্নির। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ম্যাচে পাঁচ রান করেন।

এক মাস পরে এক দিনের ক্রিকেটে অভিষেক অগ্নির। বিজয় হজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে সেই ম্যাচে ১৫ রান করেন। বাকি দুই ফরম্যাটে অভিষেক মনে রাখার মতো না হলেও রঞ্জি ট্রফিতে তাঁর ইনিংস বাকিদের ছাপিয়ে গিয়েছে। ২৫ বছরের বাঁহাতি ব্যাটার গুজরাতের গোকুলভাই সোমভাই পটেল স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে দারুণ শতরান করেছেন। তার থেকেও বড় ব্যাপার, দলের ৭৫ শতাংশ রান এসেছে অগ্নির ব্যাট থেকে। কারণ সিকিমের ৪৪২/৯-এর জবাব মিজ়োরাম প্রথম ইনিংসে করেছে মাত্র ২১৪ রান।

ভারতের ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত সাতটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অগ্নি। এক দিনের ক্রিকেটে করেছেন ১৭৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০.৯৬ স্ট্রাইক রেটে করেছেন ২৩৪ রান। বাবা যখন সিনেমার ময়দান কাঁপাচ্ছেন, ছেলে তখন কাঁপাচ্ছেন ক্রিকেট মাঠ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE