ছত্তীসগঢ় এক্সপ্রেসে মৃত্যু এক ক্রিকেটারের। দিল্লি থেকে গোয়ালিয়র যাচ্ছিলেন বিশেষ ভাবে সক্ষম ওই ক্রিকেটার। ৩৮ বছরের বিক্রম সিংহের মৃত্যু হল ট্রেনেই। হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়ার পথে মৃত্যু হল তাঁর।
গোয়ালিয়রে দিব্যং ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছিলেন বিক্রম। পথেই শরীর খারাপ হয় তাঁর। বার বার রেলের হেল্পলাইন নম্বরে ফোন করেন তাঁর সতীর্থেরা। কিন্তু কোনও সাহায্য পাননি। মথুরা স্টেশনে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর।
সতীর্থদের সঙ্গে বুধবার ছত্তীসগঢ় এক্সপ্রেসে উঠেছিলেন বিক্রম। হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন তাঁরা। কিছু ক্ষণের মধ্যেই ব্যথা অনুভব করেন তিনি। তাঁর শরীর দ্রুত খারাপ হতে শুরু করে।
আরও পড়ুন:
বিক্রমের এক সতীর্থ জানিয়েছেন, রেলের হেল্পলাইন নম্বরে ভোর ৪টে ৫৮ মিনিটে প্রথম সাহায্য চাওয়া হয়। বার বার ফোন করেও সাহায্য পাওয়া যায়নি। কোনও চিকিৎসক আসেননি। মথুরা স্টেশনে ঢোকার আগে ট্রেনটি দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল। সকাল ৮টা ১০ মিনিটে মথুরা পৌঁছোয় ট্রেনটি। তত ক্ষণে সব শেষ।
মথুরা স্টেশনে বিক্রমের দেহ নামায় রেল পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে তারা। বিক্রমের মৃত্যুতে প্রশ্ন উঠে গিয়েছে রেলের হেল্প লাইন নম্বরের সক্রিয়রা নিয়ে। জরুরি প্রয়োজনে আদৌ কোনও সাহায্য পাওয়া যায় কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।