রাঁচীর পর রায়পুর। দু’টি ম্যাচেই শতরানের পর গলার চেনে থাকা হাতের আংটিতে চুমু খেয়েছেন বিরাট কোহলি। অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ের পর থেকে প্রতি শতরানের পরেই এটা করে থাকেন তিনি। স্ত্রী অনুষ্কা শর্মাকে ভালবাসা জানান। এ বার পাল্টা ভালবাসা দিলেন অনুষ্কাও।
কোহলি ভারতের মাটিতে এক দিনের সিরিজ় খেললেও অনুষ্কা শর্মা লন্ডনে রয়েছেন। রায়পুর থেকে ৭৬৫০ কিলোমিটার দূরে। সেখানেই টেলিভিশনের পর্দায় কোহলির শতরান দেখলেন তিনি। টেলিভিশন থেকেই কোহলির উল্লাসের ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন অনুষ্কা। সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি।
এই ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন অনুষ্কা শর্মা। ছবি: ইনস্টাগ্রাম।
বিয়ের আগে থেকেই বিরুষ্কার প্রেমের কাহিনি শিরোনামে। কোহলির প্রায় প্রতি ম্যাচেই মাঠে থাকতেন অনুষ্কা। শতরান করলে একে অপরের দিকে চুমু ছুড়তেন। কোহলির খারাপ সময়ে অনেকে অনুষ্কাকে সমাজমাধ্যমে হেনস্থাও করেছেন। তার জবাব দিয়েছেন কোহলি। তিনি বার বার জানিয়েছেন, তাঁর জীবনে অনুষ্কার ভূমিকা কতটা। বিয়ের পরেও অনুষ্কা মাঠে যেতেন। কিন্তু গত কয়েক বছরে তা কমেছে।
আরও পড়ুন:
এখন তো সপরিবার লন্ডনেই থাকেন কোহলি। জানা গিয়েছে, ক্রিকেট থেকে অবসরের পর পাকাপাকি ভাবে সেখানে চলে যাবেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে লন্ডনেই অনুশীলন করেছেন। সেখান থেকে ভারতে এসে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়েছেন। এ বারও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগেই দেশে ফিরেছেন তিনি। তাই অনুষ্কা আর আসেননি। লন্ডনেই রয়েছেন তিনি।
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর আপাতত শুধু এক দিনের ক্রিকেটই খেলছেন কোহলি। ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে চান তিনি। তবে তাঁর খেলার নিশ্চয়তা নেই। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর দু’ম্যাচে শতরান করে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন কোহলি। সামনে থেকে না দেখলেও টেলিভিশনের পর্দায় সেই ইনিংস দেখেছেন অনুষ্কা। দিয়েছেন ভালবাসাও।