বিরাট কোহলী না খেলায় বছর দেড়েক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে নেতৃত্ব দেন অজিঙ্ক রহাণে। সেই টেস্টে দর্শকদের আচরণে ক্ষুব্ধ হন ভারতীয় ক্রিকেটাররা। বিশেষত যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে উদ্দেশ্য করে নানারকম কটূক্তি উড়ে আসে দর্শকদের মধ্যে থেকে। সেই অভিজ্ঞতার কথা বলেছেন রহাণে।
পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রহাণে টেস্টের আম্পায়ারদের বলতে বাধ্য হন, গ্যালারিকে সামলাতে না পারলে তাঁদের পক্ষে খেলা সম্ভব নয়। কারণ সিডনির গ্যালারি থেকে নাগাড়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য উড়ে আসছিল ভারত ফিল্ডিং করার সময়। রহাণে বলেছেন, ‘‘যাঁরা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করছিলেন, তাঁদের মাঠ থেকে বের করে দেওয়ার অনুরোধ করেছিলাম।’’
সিডনির টেস্টে অভিজ্ঞতা একদমই সুখকর ছিল না ভারতীয় দলের। এক সাক্ষাৎকারে রহাণে জানিয়েছেন, দুই আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনকে ব্যবস্থা নিতে বলেছিলেন তিনি। সতীর্থদেরও বলেন, ওই পরিস্থিতির মধ্যে তাঁরা খেলতে না চাইলে সাজঘরে ফিরে যেতে পারেন। কিন্তু, সেই পরিস্থিতিতেও শেষ পর্যন্ত সম্পূর্ণ টেস্ট খেলেই মাঠ ছেড়েছিল ভারতীয় দল।