৩০ বছর আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন ইতিহাসের শুরু হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সিরিজে ক্লাইভ রাইসের দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের ভারতের। সেই ইতিহাসের ৩০ বছর এ বার পালিত হবে যখন রবিবার বিরাট কোহলীর ভারত সেঞ্চুরিয়নে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। যে দু’ জনের হাত ধরে সে বার কলকাতায় দক্ষিণ আফ্রিকা দলের প্রত্যাবর্তন সম্ভব হয়েছিল, তাঁদের একজন জগমোহন ডালমিয়া ছয় বছর আগে প্রয়াত। জীবিত রয়েছেন ৭৯ বছর বয়সী আলি বাখার। এখনও তাঁর চোখের ছবির মতো ভাসছে সব কিছু।
তৎকালীন দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রধান জোহানেসবার্গের বাড়ি থেকে আনন্দবাজার অনলাইনকে বললেন, কী ভাবে সেই সিরিজ আয়োজন করা সম্ভব হয়েছিল। জানা গেল, দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন সিরিজ খেলার জন্য ভারত মোটেই প্রথম পছন্দ ছিল না। বাখার বললেন, ‘‘আমরা এটুকু ভেবেছিলাম, উপমহাদেশে আমাদের প্রত্যাবর্তন সিরিজ হবে। শুরুতে আমরা শ্রীলঙ্কায় গিয়েছিলাম। কারণ তার আগে শ্রীলঙ্কা আমাদের দেশে এসে বেসরকারি সিরিজ খেলে গিয়েছিল। তারপর পাকিস্তানে গিয়েছিলাম। কিন্তু আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তারপর আমরা মুম্বই এসেছিলাম।’’
বাকিটা স্রেফ ঘটে গিয়েছিল। বাখার বললেন, ‘‘মুম্বইতে পা রেখেই সংবাদপত্রের শিরোনামে আমার চোখ গিয়েছিল, ‘ভারত সফর থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান’। পরের সপ্তাহে অক্টোবরে ভারতে এসে পাঁচটা একদিনের ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের।’’