৩৮ বছর বয়সেও গোল করে চলেছেন লিয়োনেল মেসি। পাশাপাশি গোল করাচ্ছেনও তিনি। আমেরিকার মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে নাশভিলের বিরুদ্ধে জোড়া গোল করেছেন মেসি। করিয়েছেন একটি গোল। মেসির পায়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠেছে মায়ামি। এই ম্যাচেই নজির গড়েছেন লিয়ো।
কেরিয়ারে মোট ৪০০ অ্যাসিস্ট করেছেন মেসি। অর্থাৎ, তাঁর পাস থেকে হয়েছে ৪০০ গোল। ফুটবলের ইতিহাসে কোনও ফুটবলার এত অ্যাসিস্ট করেননি। এই ৪০০ অ্যাসিস্টের মধ্যে বার্সেলোনার হয়ে ২৬৯, প্যারিস সঁ জরমঁ-এর হয়ে ৩৪, মায়ামির হয়ে ৩৭ ও আর্জেন্টিনার হয়ে ৬০ অ্যাসিস্ট রয়েছে তাঁর।
মেসির প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো এই তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছেন। তিনি কেরিয়ারে ২৫৯ অ্যাসিস্ট করেছেন। তার মধ্যে ক্লাবের হয়ে ২২২ ও দেশের হয়ে ৩৭ অ্যাসিস্ট করেছেন সিআর৭। মেসি ১১১৩ ম্যাচে এই ৪০০ অ্যাসিস্ট করেছেন। রোনাল্ডো ২৫৯ অ্যাসিস্ট করেছেন ১২৬৯ ম্যাচে। অর্থাৎ, প্রতি ২.৭ ম্যাচে একটি করে গোল করিয়েছেন মেসি। রোনাল্ডো সেখানে একটি গোল করিয়েছেন প্রতি পাঁচ ম্যাচে।
আরও পড়ুন:
তবে গোল করার নিরিখে এগিয়ে রয়েছেন রোনাল্ডো। কেরিয়ারে এখনও পর্যন্ত ৯৫৩ গোল করেছেন তিনি। আর ৪৭ গোল করলে বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ১০০০ গোলের রেকর্ড হবে তাঁর। মেসি সেখানে কেরিয়ারে ৮৯৪ গোল করেছেন। আর ৬ গোল করলে ৯০০ গোলের মাইলফলক হবে তাঁর।