দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে স্টাম্প মাইকের সামনে ক্ষোভপ্রকাশ করে সমালোচিত হয়েছেন বিরাট কোহলী। এ বার সেই ঘটনার ছায়া অ্যাশেজের পঞ্চম টেস্টে। মাঠের ঘূর্ণায়মান ক্যামেরার প্রতি ক্ষোভ উগরে দিলেন ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রড। এরপরেই সমর্থকরা কোহলীর ঘটনা টেনে এনেছেন।
মজার এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৬৩তম ওভার চলাকালীন। ব্যাট করছিলেন মিচেল স্টার্ক। বল করতে দৌড়াচ্ছিলেন ব্রড। এমন সময় উইকেটরক্ষকের মাথার কিছুটা উপরে ঘূর্ণায়মান ক্যামেরাকে দেখে বেজায় বিরক্তি প্রকাশ করেন ব্রড। দৌড় থামিয়ে চেঁচিয়ে উঠে বলেন, “ওই রোবটটার নড়াচড়া এ বার বন্ধ করো।” ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ঘটনা টুইটারে পোস্ট করে লিখেছে, ‘ব্রড মনে হয় ক্যামেরার ভক্ত নয়, তাই না?’