Advertisement
১৯ মে ২০২৪
Asia Cup

পাঁচ কারণ: এশিয়া কাপের সুপার ফোরে কেন পাকিস্তানের কাছে হারতে হল ভারতকে

এক বল বাকি থাকতে পাকিস্তানের কাছে হেরে গেল ভারত। সুপার ফোরের প্রথম ম্যাচে কেন হারতে হল রোহিতদের? হারের পাঁচ কারণ।

পাকিস্তানের কাছে হারের পর হতাশ ভারতীয় দল।

পাকিস্তানের কাছে হারের পর হতাশ ভারতীয় দল। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫০
Share: Save:

এশিয়া কাপে সুপার ফোরে ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারল। কোথায় ভুল করল ভারত? হারের পাঁচ কারণ বিশ্লেষণ করল আনন্দবাজার অনলাইন।

এক, ১০ নম্বর থেকে ১৭ নম্বর ওভারে সে ভাবে রানই তুলতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শুধু ১৩ নম্বর ওভারে ১৩ রান ওঠে। বাকি সাত ওভারে রান একেবারেই ওঠেনি।

দুই, ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতা। সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য রান পাননি। সূর্যকুমার ১৩, পন্থ ১৪ রান করেন। হার্দিক খাতাই খুলতে পারেননি।

তিন, হার্দিক পাণ্ড্য এবং যুজবেন্দ্র চহাল ভাল বল করতে পারেননি। তাঁদের আট ওভারে ৮৭ রান ওঠে। হার্দিক চার ওভারে ৪৪ রান দেন। চহালের চার ওভারে ওঠে ৪৩ রান।

চার, মহম্মদ রিজওয়ানের কাছে আবার ভারতীয় বোলারদের আত্মসমর্পণ। ৫১ বলে ৭১ রান করেন তিনি।

পাঁচ, মোক্ষম সময়ে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ সিংহ। তখনও পাকিস্তানের ১৬ বলে ৩১ রান দরকার ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE