Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Asia Cup 2022

Asia Cup 2022: পাকিস্তানকে হারিয়েও রোহিত শর্মাদের সামনে নতুন চিন্তা

পাকিস্তানকে হারিয়েও শান্তিতে থাকতে পারছেন না রোহিত শর্মারা। তাঁদের সামনে নতুন চিন্তা হাজির।

নতুন চিন্তায় পড়লেন রোহিতরা।

নতুন চিন্তায় পড়লেন রোহিতরা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৬:৫৬
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত। নির্ধারিত সময়ে ২০ ওভার করতে পারেননি রোহিত শর্মারা। মাত্র ১৮ ওভার করেন। ফলে আইসিসি-র নিয়মানুসারে বাকি দু’টি ওভারে ৩০ গজ বৃত্তের মধ্যে এক জন অতিরিক্ত ফিল্ডার রাখতে বাধ্য হয় তারা। একই জিনিস হয়েছে পাকিস্তানের ক্ষেত্রেও। তারা নির্ধারিত সময়ে ভারতের থেকেও এক ওভার কম করে। ফলে পাকিস্তানকে হারিয়েও পুরোপুরি চিন্তামুক্ত থাকতে পারছেন না রোহিতরা।

মন্থর ওভার রেটের জন্য দু’দলকেই ফল ভুগতে হয়। পাকিস্তান ব্যাট করার সময় শেষ দু’ওভারে ওঠে ২৩ রান। দারুণ ব্যাট করেন শাহনওয়াজ দাহানি। অপর দিকে, রান তাড়া করার সময় বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার থাকার সুযোগ নিয়ে হ্যারিস রউফের ওভারে তিনটি চার মারেন হার্দিক পাণ্ড্য, যা শেষ পর্যন্ত ম্যাচ জেতায় ভারতকে।

ম্যাচের পর ভুবনেশ্বর কুমার স্বীকার করেছেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে দিকে খেয়াল রাখতে হবে তাঁদের। বলেছেন, “শেষ কয়েকটি ওভারে ম্যাচ হেরেও যেতে পারি আমরা। তাই নিঃসন্দেহে বিষয়টা গুরুত্বপূর্ণ। এক জন ফিল্ডার বৃত্তের মধ্যে রাখার কারণে যদি ম্যাচ হারতে হয়, তা হলে সেটা খুবই খারাপ হবে। আমরা দলের মধ্যে নিশ্চয়ই এটা নিয়ে কথা বলব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE