Advertisement
০৪ মে ২০২৪
Asia Cup 2023

পাকিস্তানের বিরুদ্ধে সতীর্থদের দেখে উচ্ছ্বসিত রোহিত, তবু প্রশংসায় ভরালেন অন্যদের

বাবর আজ়মদের বিরুদ্ধে জয়ের থেকেও রোহিতের কাছে বেশি গুরুত্ব পেয়েছিল পুরো ম্যাচ খেলা। কারণ দলের অনেকে খেলার মধ্যে ছিলেন না। অনেকে আবার ঠিক মতো খেলার সুযোগ পাচ্ছিলেন না।

picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৪
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ২২৮ রানে জয়ের পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের দাবি, বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে তাঁরা সব কিছু ঠিকঠাক করতে পেরেছেন। দলের জয়ের থেকেও তিনি বেশি গুরুত্ব দিয়েছেন দলের সবার খেলার সুযোগ পাওয়াকে।

ম্যাচের পর রোহিত সতীর্থদের বদলে প্রথমেই কৃতিত্ব দিলেন কলম্বোর মাঠ কর্মীদের। তিনি বলেন, ‘‘আমরা মাঠে সময় কাটাতে চেয়েছিলাম। আমাদের অনেকে খেলার মধ্যে ছিল না। অনেকে আবার ঠিক মতো খেলার সুযোগ পাচ্ছিল না। তাই আমরা চাইছিলাম, এই ম্যাচটা যেন পুরো হয়। এত বৃষ্টির মধ্যেও পরিশ্রম করে আমাদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য মাঠ কর্মীদের ধন্যবাদ। পর পর দু’দিন টানা পরিশ্রম করতে হয়েছে মাঠ কর্মীদের। ওদের কাজটা সত্যিই খুব কঠিন ছিল। অতগুলো মানুষ সমানে চেষ্টা করে গিয়েছেন, যাতে আমরা ঠিক ভাবে খেলতে পারি। মাঠ কর্মীদের কৃতিত্ব দিতেই হবে।’’

সতীর্থদেরও প্রশংসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিত বলেছেন, ‘‘এই ম্যাচে আমাদের ব্যাটিং বেশ ভাল হয়েছে। প্রথম থেকেই আমরা ভাল ব্যাট করেছি। দু’দিনের কখনও ব্যাটিংয়ের ছন্দ নষ্ট হয়নি আমাদের। রবিবার শুরুর সময়ই আমরা জানতাম এখানকার উইকেট ব্যাট করার জন্য যথেষ্ট ভাল। বাধা (বৃষ্টির) এলে তার সঙ্গে তো মানিয়ে নিতেই হবে। মিডল অর্ডারে আমাদের দু’জন অভিজ্ঞ ব্যাটার রয়েছে। বিরাট কোহলি এবং লোকেশ রাহুল অনবদ্য ইনিংস খেলল।’’

বোলারদের কথাও আলাদা করে বলেছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘বোলিংয়ের ব্যাপারটাও বলতে হবে। কুলদীপ যাদব অসাধারণ। দুর্দান্ত বোলিং করছে ধারাবাহিক ভাবে। যশপ্রীত বুমরাও ভাল বল করেছে। দু’দিকেই বল সুইং করাচ্ছে। বছর খানেক ধরে এটা নিয়ে বুমরা কঠোর পরিশ্রম করছে। তার মধ্যে বড় চোট পেয়েছে। সুস্থ হয়ে ফিরেছে। এখন ওর বয়স ২৭। কী ভাবে ফিরেছে, সবাই দেখতে পাচ্ছেন। ফর্মে থাকলে ওর বোলিং দেখতে সত্যিই দারুণ লাগে।’’

অধিনায়কের বাড়তি প্রশংসা পেয়েছেন রাহুল। রোহিত বলেছেন, ‘‘কোহলি আর রাহুলের জুটিটা অসাধারণ। কোহলি তো এমন ইনিংস খেলেই। এ দিনের ইনিংসটা এক দম বিরাটসুলভ। রাহুলকে দেখে খুব ভাল লাগল। খুব খারাপ একটা চোট সারিয়ে ফিরেছে। টসের মাত্র ৫ মিনিট আগে ওকে খেলার কথা বলেছিলাম। এ ভাবে মাঠে নেমে এমন পারফরম্যান্স করা সহজ নয়। ওকে আলাদা কৃতিত্ব দিতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asia Cup 2023 India vs Pakistan Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE