২২৪ দিন পর ভারতের জার্সিতে খেলতে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। সেখানে কাদের সামলাতে হবে বিরাট, রোহিতকে? ভারতের বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। এক দিনের সিরিজ়ের জন্য ১৫ ও টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ১৪ জনের দল জানিয়েছে অস্ট্রেলিয়া। দু’টি দলেরই অধিনায়ক মিচেল মার্শ। দলে ফিরেছেন অবসর নেওয়া ক্রিকেটার। তা ছাড়াও দুই দলে বেশ কিছু চমক রয়েছে।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলেছিল অস্ট্রেলিয়া। সেই দল থেকে মার্নাশ লাবুশেন, অ্যারন হার্ডি ও স্পিনার ম্যাথু কুনেমানকে বাদ দেওয়া হয়েছে। কয়েক দিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। তাঁকে এক দিনের দলে ফেরানো হয়েছে। ফিরেছেন মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও ম্যাথু রেনশ। দলে থাকলেও প্রথম এক দিনের ম্যাচ খেলতে পারবেন না উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে। কুইন্সল্যান্ডের বিরুদ্ধে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচ রয়েছে তাঁর। ১৫ অক্টোবর থেকে ওভালে শুরু খেলা। সেই ম্যাচ খেলে তবেই অস্ট্রেলিয়ার জাতীয় দলে যোগ দেবেন তিনি।
ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। প্রথম দু’টি ম্যাচের দল আপাতত ঘোষণা করেছে তারা। পরের তিনটি ম্যাচের দল পরে ঘোষণা করা হবে। টি-টোয়েন্টি সিরিজ় থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ক্যারে ও জশ ফিলিপকে। বদলে নেথান এলিস ও জশ ইংলিস দলে এসেছেন।
টি-টোয়েন্টি দলে জায়গা পাননি অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর কব্জিতে অস্ত্রোপচার হয়েছে। এখনও পুরো সুস্থ নন তিনি। নেওয়া হয়নি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। ভারতের বিরুদ্ধে খেলার পর বছরের শেষে অ্যাশেজ় সিরিজ় রয়েছে। সেই সিরিজ়ের প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়েছে গ্রিনকে।
আরও পড়ুন:
১৯ অক্টোবর থেকে শুরু এক দিনের সিরিজ়। প্রথম ম্যাচে পার্থে। ২৩ অক্টোবর অ্যাডিলেড ও ২৫ অক্টোবর সিডনিতে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ২৯ অক্টোবর থেকে দু’দলের মধ্যে শুরু টি-টোয়েন্টি সিরিজ়। প্রথম ম্যাচ হবে ক্যানবেরাতে। ৩১ অক্টোবর মেলবোর্ন, ২ নভেম্বর হোবার্ট, ৬ নভেম্বর গোল্ড কোস্ট ও ৮ নভেম্বর ব্রিসবেনে হবে বাকি চারটি ম্যাচ। ইতিমধ্যেই এই আটটি ম্যাচের টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়ার এক দিনের দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কোনোলি, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জ়াম্পা।
অস্ট্রেলিয়ার টি২০ দল (প্রথম দুই ম্যাচ): মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জ়াম্পা।