শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয় পেল অস্ট্রেলিয়া। গলে ৯ উইকেটে জিতলেন স্টিভ স্মিথেরা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭৫ রান। ট্রেভিস হেডের উইকেট হারিয়ে জয় তুলে নিলেন সফরকারীরা। দু’টেস্টের সিরিজ়ে ২-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ় জিতল অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ৪১৪ রান। এর পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩১ রানে। শনিবার খেলার শেষে আয়োজকদের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৮ উইকেটে ২১১। ৪৮ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস ৫০ রান করেন। এ ছাড়া প্রভাত জয়সূর্য ৬, লাহিরু কুমারা ৯ এবং নিশান পেইরিস ৪ রান করেন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার স্পিনারদের সামলাতে পারলেন না শ্রীলঙ্কার ব্যাটারেরা। ম্যাট কুনেম্যান ৬৩ রানে ৪ উইকেট নেন। ৮৪ রানে ৪ উইকেট নাথান লায়নের। ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ম্যাথু ওয়েবস্টার।
আরও পড়ুন:
জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হেড ২০ রান করে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অপর ওপেনার উসমান খোয়াজা। ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন মার্নাস লাবুশেন। তিনি অপরাজিত থাকেন ২৬ রানে। সাড়ে তিন দিনেই টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া।