দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ী অস্ট্রেলিয়া। ডারউইনে ১৭ রানে জেতেন মিচেল মার্শরা।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। ১৭৮ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। চার ওভারে মাত্র ২০ রানে চার উইকেট কুয়েনা মাফাকার। দক্ষিণ আফ্রিকার বোলার হিসেবে টি-টোয়েন্টিতে সব চেয়ে ভাল পরিসংখ্যান তাঁর। ব্যাট হাতে ৫২ বলে ৮৩ রান টিম ডেভিডের। ১৩ বলে ৩৫ রান ক্যামেরন গ্রিনের।
একটা সময় অস্ট্রেলিয়া প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল। ৩০ রানে তিন উইকেট হারিয়েছিল তারা। মিচেল মার্শ ও ট্যাভিস হেড ওপেন করতে নেমে দু’জনেই ব্যর্থ। শূন্য রানে ফিরে যান জশ ইংলিসও। সেই জায়গা থেকে ইনিংসের হাল ধরেন ডেভিড ও গ্রিন। পাল্টা আক্রমণ করে বিপক্ষকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয়। ১৭৯ রানের লক্ষ্য দেয় বিপক্ষকে। বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন দুই অস্ট্রেলীয় পেসার জশ হেজ়লউড ও বেন ডোয়ারশুইস। চার ওভারে ২৭ রানে চার উইকেট নেন হেজ়লউড। চার ওভারে ২৬ রানে তিন উইকেট ডোয়ারশুইসের। দুই উইকেট নেন অ্যাডাম জ়াম্পা। এক উইকেট গ্লেন ম্যাক্সওয়েলের। ১৬১-৯ স্কোরে আটকে যান রায়ান রিকলটনরা। বাউন্ডারি লাইনে শূন্যে লাফিয়ে আরও একটি দুরন্ত ক্যাচ নেন গ্লেন ম্যাক্সওয়েল।
বাউন্ডারি লাইনে লাফিয়ে ক্যাচটি নিয়ে তিনি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। বাইরে পা ফেলার আগেই শূন্যে বল ছুড়ে দেন। আবারও লাফিয়ে বাইরে এসে ক্যাচটি সম্পূর্ণ করেন অস্ট্রেলীয় অলরাউন্ডার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)