অ্যাশেজের মধ্যেই করোনার হানা ইংল্যান্ড শিবিরে। দলের দুই সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের পরিবারের দুই সদস্য কোভিড পজিটিভ হয়েছেন। এই খবর আসার পরেই আতঙ্ক গ্রাস করে গোটা শিবিরে। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেই করাতে হয় পরীক্ষা। ফলে খেলা শুরু হতেও দেরি হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ইংল্যান্ড শিবিরের চার জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফলে সবার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। খেলা শুরু হওয়ার ৪৫ মিনিট আগে সেই রিপোর্ট আসে। তাতে বাকি কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি।’