সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই দুরন্ত শতরান করেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। তার সঙ্গেই একাধিক রেকর্ড করেছেন তিনি। ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলীকেও।
দক্ষিণ আফ্রিকার দুর্গ বলা হয় সেঞ্চুরিয়নকে। সেখানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এত দিন শুধু সচিন ও কোহলীর শতরান ছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল রাহুলের নাম। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ওপেনার হিসেবে রাহুল দ্বিতীয় যিনি শতরান করলেন। এর আগে ২০০৭ সালে ওয়াসিম জাফর ওপেনার হিসেবে শতরান করেছিলেন সে দেশে।