Advertisement
E-Paper

শেষ টেস্টে হার ইংল্যান্ডের, ৪-১ ফলে অ্যাশেজ় জিতল অস্ট্রেলিয়া, বাজ়বল কোচ ম্যাকালামের চাকরি থাকা নিয়ে সংশয়

বৃহস্পতিবার সিডনি টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়া জেতে ৫ উইকেটে। পার‌্থ, ব্রিসবেন, অ্যাডিলেডে প্রথম তিনটি টেস্ট জিতে সিরিজ় আগেই পকেটে পুরেছিল অস্ট্রেলিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪
Australia team congratulated by England after winning Ashes

সিডনি টেস্টে জয়ী অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাচ্ছে ইংল্যান্ড দল। ছবি: রয়টার্স

সিডনি টেস্টেও হেরে গেল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৪-১ ফলে অ্যাশেজ় সিরিজ় জিতে নিল অস্ট্রেলিয়া। ভরাডুবির পর এখন প্রশ্ন, ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের চাকরি থাকে কি না।

বৃহস্পতিবার সিডনি টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়া জেতে ৫ উইকেটে। পার‌্থ, ব্রিসবেন, অ্যাডিলেডে প্রথম তিনটি টেস্ট জিতে সিরিজ় আগেই পকেটে পুরেছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে চতুর্থ টেস্টে জিতেছিল ইংল্যান্ড। তারপর শেষ টেস্টে আবার জিতল অসিরা।

চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ১৬০ রানের। তারা ৫ উইকেট হারিয়ে জিতে যায়। ১২১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল অসিদের। তখন মনে হয়েছিল ইংল্যান্ড লড়াই করবে। কিন্তু অ্যালেক্স ক্যারে এবং ক্যামেরন গ্রিন অপরাজিত থেকে ষষ্ঠ উইকেটে ৪০ রান যোগ করে দলকে জেতান।

ইংল্যান্ড ৮ উইকেটে ৩০২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে। তাদের ইনিংস শেষ হয় ৩৪২ রানে। শতরান করে অপরাজিত থাকা জ্যাকব বেথেল ১৫৪ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার ৩টি করে উইকেট নিয়েছেন।

রান তাড়া করতে নেমে ট্রেভিস হেড (২৯) এবং জেক ওয়েদারাল্ড ওপেনিং জুটিতে ৬২ রান তুলে ফেলেন। তখন মনে হয়েছিল অস্ট্রেলিয়া সহজেই জিতে যাবে। কিন্তু জস টং পর পর দুই ওপেনারকে ফিরিয়ে দেন। প্রথম ইনিংসে শতরান করা স্টিভ স্মিথ ১২ রান করে আউট হন। জীবনের শেষ টেস্ট ইনিংসে উসমান খোওয়াজা ৬ রান করেন। কিন্তু এর পর গ্রিন এবং ক্যারে দলকে জিতিয়ে দেন।

প্রথম ইনিংসে ১৬৬ বলে ১৬৩ রান করা হেড ম্যাচের সেরা হয়েছেন। ৩১ টি উইকেট নিয়ে সিরিজ় সেরা হয়েছেন মিচেল স্টার্ক।

অ্যাশেজ হারের পর ইংল্যান্ডের কোচ ম্যাকালামকে নিয়ে প্রশ্ন উঠছে। এমনিতেই তাঁর বাজ়বল ক্রিকেট নিয়ে সমালোচনার ঝড় বইছে। এই টেস্টে জিতলে হয়ত কিছুটা সুবিধাজনক জায়গায় থাকতে পারতেন ম্যাকালাম। কিন্তু ইংল্যান্ড হারায় তাঁর চাকরি থাকা নিয়ে প্রশ্ন উঠছে।

australia cricket england cricket Brendon McCullum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy