সিডনিতে শেষ টেস্টে জিতে ৪-১ ফলে অ্যাশেজ় জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে নিজেদের অবস্থান মজবুত করল অসিরা।
অস্ট্রেলিয়া শীর্ষ স্থানেই ছিল। সিডনিতে জেতায় চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে আটটির মধ্যে সাতটি টেস্ট জিতল তারা। মোট পয়েন্ট ৮৪। যার ভিত্তিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা তৈরি হয়, সেই পয়েন্টের শতকরা হিসাব অস্ট্রেলিয়ার এখন ৮৭.৫। সিডনি টেস্টের আগে এই সংখ্যা ছিল ৮৫.৭১।
ইংল্যান্ড হারায় তাদের পয়েন্টের শতকরা হার ৩৫.১৯ থেকে কমে ৩১.৬৬। তবে তাদের স্থান পরিবর্তন হয়নি। তারা আগের মতোই সপ্তম স্থানে রয়েছে।
আরও পড়ুন:
ইংল্যান্ড হারায় পয়েন্ট তালিকার অবস্থানে বাড়তি কোনও সুবিধা হল না ভারতের। তবে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়েছে ভারতের। এটি অবশ্যই সুবিধা করবে। ইংল্যান্ডের ঠিক উপরে রয়েছে ভারত। ন’টি টেস্টের মধ্যে চারটি জিতে এবং একটি ড্র করে শুভমন গিলের দলের পয়েন্টের শতকরা নম্বর ৪৮.১৫। শ্রীলঙ্কা, পাকিস্তানের থেকেও নীচে ভারত। শতকরা ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা চতুর্থ স্থানে এবং ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে।
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউ জ়িল্যান্ড (৭৭.৭৮ শতাংশ) ও দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ)। শেষ দু’টি স্থানে বাংলাদেশ (১৬.৬৭) এবং ওয়েস্ট ইন্ডিজ় (৪.১৭)।