এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড ভেঙে গেল। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। সেই রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার জেক ফ্রেজ়ার ম্যাকগুর্ক। মাত্র ২৯ বলে শতরান করলেন তিনি।
জেকের শতরান এসেছে লিস্ট এ ক্রিকেটে। এক দিনের ক্রিকেটও লিস্ট এ ক্রিকেটের আওতায় পড়ে। দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে এই নজির গড়েছেন তিনি। রান তাড়া করতে নেমে ইনিংসের অষ্টম ওভারেই শতরান করেন জেক।
তাসমানিয়ার বিরুদ্ধে ৪৩৬ রান তাড়া করতে নেমেছিল দক্ষিণ অস্ট্রেলিয়া। তাই শুরু থেকেই চালিয়ে খেলতে হত তাদের। সেটাই করেন জেক। মাত্র ১৮ বলে অর্ধশতরান করেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সেটি দ্রুততম অর্ধশতরান। ৫০ করার পরে রানের গতি আরও বাড়ান জেক। মাত্র ১১ বলে পরের ৫০ রান করেন তিনি। তার মধ্যে একটি ওভারে ৩২ রান নেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৩৮ বলে ১২৫ রান করে আউট হন জেক। ইনিংসে ১০টি চার ও ১৩টি ছক্কা মারেন তিনি।
আরও পড়ুন:
শনিবারই বিশ্বকাপে দ্রুততম শতরান করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম। ৪৯ বলে শতরান করেছেন তিনি। ভেঙেছেন ২০১১ সালের বিশ্বকাপে ভারতের মাটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে করা কেভিন ও’ব্রায়েনের রেকর্ড। ৫০ বলে শতরান করেছিলেন আয়ারল্যান্ডের ব্যাটার। এ বার লিস্ট এ ক্রিকেটে রেকর্ড করলেন জেক।