মহিলাদের বিগ ব্যাশ লিগে খারাপ মরসুম কাটলেও মহিলাদের সুপার স্ম্যাশের শুরুতেই নজর কাড়লেন লরা হ্যারিস। মাত্র ১৫ বলে অর্ধশতরান করলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। রবিবার ওটাগোর হয়ে ক্যান্টারবুরির বিরুদ্ধে এই নজির গড়েছেন তিনি। মেরি কেলির রেকর্ড স্পর্শ করেছেন লরা। ২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন কেলি।
ওটাগোর বিরুদ্ধে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছিল ক্যান্টারবুরি। ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামেন লরা। তখন দলের রান ২ উইকেটে ৪৬। সেখান থেকে ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ছ’টি চার ও চারটি ছক্কা মেরে ১৫ বলে ৫০ করেন তিনি। ১৭ বলে ৫২ রান করে আউট হন লরা। তত ক্ষণে খেলা প্রায় জিতে গিয়েছে ওটাগো। ১৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে য়ায় তারা।
সিডনি থান্ডারের হয়ে মহিলাদের বিগ ব্যাশে ভাল খেলতে পারেননি লরা। ১০টি ম্যাচই খেলেছিলেন তিনি। করেছিলেন ৬৯ রান। যদিও ১৯৭.১৪ স্ট্রাইক রেটে রান করেছিলেন তিনি। তার থেকে বেশি স্ট্রাইক রেটে তিনি ওটাগোর হয়ে খেললেন। তবে এ বার লম্বা ইনিংস খেললেন তিনি।
আরও পড়ুন:
চলতি বছর আগেই কেলির রেকর্ড ভেঙে ফেলতে পারতেন লরা। ভাইটালিটি ব্লাস্টে ডারহামের বিরুদ্ধে ওয়ারউইকশায়ারের বলে ১৭ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। সে বার পারেননি। এ বার ছুঁয়ে ফেললেন। টি-টোয়েন্টিতে ছ’টি অর্ধশতরান রয়েছে লরার। তার মধ্যে তিনটি ১৮ বলে, একটি করে ১৫, ১৭ ও ১৯ বলে। অর্থাৎ, ছ’টি অর্ধশতরানই ২০ বলের কমে করেছেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন অলরাউন্ডার লরা। ২০২৩ সালের মহিলাদের আইপিএল নিলামে ৪৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু এ বারের নিলামে কোনও দল তাঁকে কেনেনি। সেই অবিক্রিত ক্রিকেটার বিশ্বরেকর্ড করলেন।