২০ জুন থেকে হেডিংলেতে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগে লর্ডসে অনুশীলন করছে ভারতীয় দল। ১১ জুন থেকে লর্ডসেই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে লর্ডসে অনুশীলন করতে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের ঢুকতেই দেওয়া হয়নি।
জানা গিয়েছে, শনিবার দুপুরে ভারতীয় দলের অনুশীলন ছিল লর্ডসে। তার আগে অস্ট্রেলিয়া দল সেখানে যায়। কিন্তু ভারতের অনুশীলন থাকায় অস্ট্রেলিয়াকে ঢুকতে দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, অনুশীলনের জন্য বাসে তিন ঘণ্টা ঘুরে অন্য মাঠ খুঁজতে হয় প্যাট কামিন্সদের। এই ঘটনায় কিছুটা হলেও বিরক্ত অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। আয়োজকদের উপর দায় চাপিয়েছে তারা।
রবিবার অবশ্য সেই সমস্যা হয়নি। আগে থেকেই সময় ভাগ করা ছিল। ফলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিজেদের নির্ধারিত সময়ে অনুশীলন করেছে। তার পরে অনুশীলন করেছে ভারত। আয়োজকেরা জানিয়েছে, শনিবার আগে থেকে অনুশীলনের সময় জানায়নি অস্ট্রেলিয়া। তার ফলেই বিপত্তি হয়েছে। পরে অবশ্য সেই সমস্যা মিটেছে।
আরও পড়ুন:
এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গত বারের চ্যাম্পিয়ন তারা। এ বার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। এই প্রথম বার ফাইনালে উঠেছে তারা। গত দু’বার টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। এ বার ফাইনালে উঠতে পারেনি তারা।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় দিয়ে আগামী টেস্ট বিশ্বকাপের পর্ব শুরু হবে ভারতের। শুরুতেই কঠিন চ্যালেঞ্জ। পাশাপাশি গত মাসে বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ায় এ বার নতুন দল নিয়ে গিয়েছে ভারত। নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। তাঁর প্রথম সিরিজ়ই কঠিন পরীক্ষা। সেই কারণেই সিরিজ় শুরুর বেশ কয়েক দিন আগে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটারেরা। ১৩ থেকে ১৬ জুন নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন শুভমনেরা। তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত ‘এ’। ইংল্যান্ড সিরিজ়ের দলে থাকা কয়েক জন ক্রিকেটার সেখানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।