‘এ’ ক্যাটেগরির কোনও ক্রিকেটারই নেই পাকিস্তানে! এশিয়া কাপের আগে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে সেরা অর্থাৎ ‘এ’ ক্যাটেগরিতে কেউ জায়গা পাননি। বেতন কমেছে বাবর আজ়ম ও মহম্মদ রিজ়ওয়ানের।
২০২৪-২৫ মরসুমে কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটেগরিতে ছিলেন বাবর ও রিজ়ওয়ান। সেই দু’জনকেই ‘বি’ ক্যাটেগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। ফলে ২০২৫-২৫ মরসুমে কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটেগরি ফাঁকা। আগের মরসুমে সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকায় বেতন সবচেয়ে বেশি পেতেন বাবর ও রিজ়ওয়ান। তাঁদের বেতন কমেছে। তবে আগে তাঁরা কত বেতন পেতেন ও এখন কত পাবেন, সে বিষয়ে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গত মরসুমে কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন ২৭ জন ক্রিকেটার। সেই সংখ্যা বেড়েছে। এ বার রয়েছেন ৩০ জন ক্রিকেটার। তাঁদের তিনটে ক্যাটেগরিতে রাখা হয়েছে। প্রতি ক্যাটেগরিতে ১০ জন ক্রিকেটার রয়েছেন। ৩০ জনের মধ্যে ১২ জন নতুন। অর্থাৎ, তাঁরা যেমন কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন, তেমনই ৯ জন ক্রিকেটার চুক্তি হারিয়েছেন।
আরও পড়ুন:
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা:
ক্যাটেগরি ‘বি’— বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, ফখর জ়মান, হ্যারিস রউফ, আব্রার আহমেদ, হাসান আলি, সাইম আয়ুব, সলমন আলি আঘা, শাদাব খান ও শাহিন আফ্রিদি।
ক্যাটেগরি ‘সি’— আবদুল্লা শফিক, ফাহিম আশরফ, হাসান নওয়াজ়, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, নাসিম শাহি, নোমান আলি, শাহিবজ়াদা ফারহান, সাজিদ খান ও সাউদ শাকিল।
ক্যাটেগরি ‘ডি’— আহমেদ দানিয়াল, হুসেন তালাত, খুর্রম শাহজ়াদ, খুশদিল শাহ, মহম্মদ আব্বাস, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সলমন মির্জ়া, শান মাসুদ ও সুফিয়ান মুকিম।