Advertisement
E-Paper

T20 World Cup 2021: ৮৪ রানেই শেষ মাহমুদুল্লাহদের সব গর্জন, বিশ্বকাপের আগে আশা জাগিয়েও ব্যর্থ বাংলাদেশ

ঘরের মাঠে নিজেদের মতো পিচ তৈরি করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতে ৩-২ ব্যবধানে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৭:৩৪
হতাশ বাংলাদেশের সমর্থকরা।

হতাশ বাংলাদেশের সমর্থকরা। —ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এ বারের প্রতিযোগিতায় এখনও অবধি কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৮৪ রান শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস।

ঘরের মাঠে নিজেদের মতো পিচ তৈরি করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতে ৩-২ ব্যবধানে। বিশ্বকাপে শাকিব আল হাসানদের নিয়ে বেশ আশাবাদীই ছিলেন সমর্থকরা। কিন্তু বাস্তব ছবিটা সম্পূর্ণ আলাদা। যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে হারতে হয়েছিল স্কটল্যান্ডের কাছে। এর পর মূল পর্বে উঠলেও সেখানে শুধুই ব্যর্থতা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে হার। ইংল্যান্ডের বিরুদ্ধে শাকিবরা হেরে যান ৮ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তীরে এসে তরী ডোবে বাংলাদেশের। মাত্র ৩ রানে হেরে যায় তারা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে বেশি লজ্জার মুখে পড়তে হল। শাকিবহীন বাংলাদেশ দল শেষ হয়ে গেল মাত্র ৮৪ রানে। লিটন দাস এবং মেহেদি হাসান ছাড়া কেউ ২০ রানে গণ্ডী টপকাতে পারেননি। শূন্য রানে ফিরে যান সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন এবং নাসুম আহমেদ। কাগিসো রাবাদা এবং এনরিখ নোখিয়ের গতির বিরুদ্ধে গোটা দলকেই অসহায় দেখিয়েছে।

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকে নিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকেই আশার আলো দেখেছিলেন। কিন্তু পাকিস্তান প্রমাণ করে দিল তারা চুপিসাড়ে পাকিস্তান সুপার লিগের মাধ্যমে নিজেদের তৈরি করেছে। অন্য দিকে বাংলাদেশ নিজেদের দেশে পছন্দসই উইকেট তৈরি করে ম্যাচ জিতেছে, কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি সারতে পারেনি।

Bangladesh T20 World Cup 2021 south africa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy