Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
Shakib Al Hasan

আন্তর্জাতিক ক্রিকেটে মাইলফলক স্পর্শ শাকিবের, জয়ে ফিরল বাংলাদেশ

পর পর দু’ম্যাচ হারের পর তৃতীয় এক দিনের ম্যাচে জয়ের মুখ দেখল বাংলাদেশ। যদিও আফগানিস্তানের কাছে সিরিজ় হারল লিটনের দল। এই ম্যাচেই নতুন মাইলফলক স্পর্শ করলেন শাকিব।

picture of Shakib Al Hasan

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ২০:১৪
Share: Save:

এক দিনের সিরিজে মুখরক্ষা হল বাংলাদেশের। প্রথম দু’টি ম্যাচে হারের পর নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতল তারা। মঙ্গলবার ৭ উইকেটে জিতল লিটন দাসের দল। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন শাকিব আল হাসান।

শাকিব এ দিন আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন। মঙ্গলবার তাঁর ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৩৯ রানের ইনিংস। ৫টি চারের সাহায্যে খেলা এই ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে শাকিবের ৬৭৪টি উইকেটও রয়েছে।

ঢাকায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন মুশফিকুর রহিম। শাকিব বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন। শাকিবের কীর্তি গড়ার দিনে জয়ে ফিরল বাংলাদেশও। এ দিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ১২৬ রান। জবাবে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৯ বাংলাদেশ। শাকিব ছাড়াও বাংলাদেশের জয়ে অবদান রাখলেন অধিনায়ক লিটন। ওপেনার মহম্মদ নাইম (শূন্য) ব্যর্থ হলেও উইকেটের অন্য প্রান্তে লক্ষ্যে অবিচল ছিলেন লিটন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৬০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেললেন উইকেটরক্ষক-ব্যাটার। ৩টি চার এবং ২টি ছয় এল তাঁর ব্যাট থেকে। রান পেলেন না তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত (১১)। শেষ পর্যন্ত লিটনের সঙ্গে ২২ গজে ছিলেন তৌহিদ হৃদয়। তিনি ১৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

মহম্মদ নবি (১/৭) ছাড়া কোনও আফগান বোলারই এ দিন সুবিধা করতে পারেননি। যেমন পারেননি আফগানিস্তানের ব্যাটারেরাও। কলকাতা নাইট রাইডার্সের লিটন রান পেলেও রান পেলেন না রহমানুল্লাহ গুরবাজ়। আফগান উইকেটরক্ষক-ব্যাটার করেন ৬ রান। তাঁর আগেই আউট হন আর এক আফগান ওপেনার ইব্রাহিম জ়াদরান (১)। এক মাত্র সাত নম্বরে নামা আজ়মাতুল্লাহ ওমরজাই (৫৬) ছাড়া আফগানিস্তানের কোনও ব্যাটারই প্রতিরোধ গড়তে পারলেন না। ১টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৭১ বলে ওমরজাইয়ের এই ইনিংসই মান রক্ষা করল আফগানদের। অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদির ব্যাট থেকে এল ৫৪ রানে ২২ রানের ইনিংস।

বাংলাদেশের সফলতম বোলার শরিফুল ইসলাম ২১ রান দিয়ে ৪ উইকেট নিলেন। ২৩ রান দিয়ে ২ উইকেট তাসকিন আহমেদের। তাইজুল ইসলাম ২ উইকেট নিলেন ৩৩ রান খরচ করে। কৃপণ বোলিং করলেন শাকিবও। ১০ ওভারে ১৩ রান খরচ করে নিলেন ১ উইকেট। বাংলাদেশ জয়ে ফিরলেও তিন ম্যাচের এক দিনের সিরিজ় ২-১ ব্যবধানে জিতল আফগানিস্তান।

বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা হয় শাকিবকে। বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shakib Al Hasan bangladesh cricket team Afghanistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE