ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে অনিশ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। এই পরিস্থিতিতে লিটন দাসদের পাকিস্তানে পাঠানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে বাংলাদেশ। আগামী ১৭ এবং ১৯ মে ম্যাচ দু’টি হবে শারজায়। সেখান থেকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ২৫ মে থেকে ৩ জুনের মধ্যে দু’দেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মধ্যে দলকে পাকিস্তান সফরে পাঠানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি বিসিবি কর্তারা।
বিসিবি জানিয়েছে, ‘‘পূর্বনির্ধারিত সূচি এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দল দু’টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলতে সংযুক্ত আরব আমিরশাহি সফরে যাবে। তবে পাকিস্তান সফরে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা চলছে। ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এবং সম্পর্কিত সব দিক ভাল ভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট দলের স্বার্থে যে সিদ্ধান্ত সবচেয়ে ভাল বলে বিবেচিত হবে, সেটাই গ্রহণ করা হবে।’’
আরও পড়ুন:
ভারত-পাকিস্তান সংঘর্ষের পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তান সুপার লিগ। সেখানে খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার আপৎকালীন পরিস্থিতিতে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। শনিবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হলেও যথেষ্ট উত্তেজনা রয়েছে। যে কোনও সময় পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। তাই পাকিস্তানে লিটনদের পাঠাতে ভরসা পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটকর্তারা।