Advertisement
E-Paper

‘নিজের কাছে সৎ থাকা জরুরি’, কোহলির অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন জল্পনা

এক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছেন, এই মুহূর্তে অবসর নিলে ক্রিকেটজীবন নিয়ে তাঁর কোনও আক্ষেপ থাকবে না। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য তরুণদের জায়গা ছেড়ে দিতে চান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১১:৩৪
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নিয়ে চলছে জল্পনা। কয়েক দিনের মধ্যেই নাকি সিদ্ধান্ত ঘোষণা করে দিতে পারেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, এই মুহূর্তে অবসর নিলেও ক্রিকেটজীবন নিয়ে তাঁর কোনও আক্ষেপ থাকবে না।

ব্রায়ান লারা-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার কোহলিকে এখনই টেস্ট ক্রিকেট থেকে অবসর না নেওয়ার অনুরোধ করেছেন। একই অনুরোধ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফেও। কোহলি কিছু জানাননি সরকারি ভাবে। যদিও তাঁর সাম্প্রতিক একটি সাক্ষাৎকার জল্পনা উসকে দিচ্ছে।

একটি সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘‘নিজের কাছে সব সময় সৎ থাকা উচিত। সকলেই জানেন টেস্ট ক্রিকেট কঠিন। আপনি যখন বিশ্বের অন্যতম সেরা দলের বা সম্ভবত গত কয়েক বছর বিশ্বের সেরা দলের অংশ, তখন অনিচ্ছা থাকলেও অনেক কিছু করতে হয়। কোনও কোনও সময় মনে হয়, আমায় কি আবার পাঁচ দিনের জন্য কাজটা করতে হবে? এই রকম পরিস্থিতিতে নিজের কাছে সৎ থাকা জরুরি। মনে হয়, আমি কি আরও কয়েকটা কঠিন দিন কাটানোর জন্য প্রস্তুত? যখন আপনি জানেন পরিস্থিতি আপনার বিরুদ্ধে, সমস্যায় রয়েছেন, তখন কি তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে? আপনি কি জানেন ব্যাট হাতে দলের জন্য ১০০ বা ১৫০ রান করবেন? এই বিষয়টা একটা পর্যায়ে কঠিন হয়ে যায়। হয়তো দু’দিন ধরে পাঁচ-ছ’ঘণ্টা ব্যাট করতে হবে। সেটা করার জন্য শারীরিক ভাবে যথেষ্ট সক্ষম আছি কিনা, সেটাও গুরুত্বপূর্ণ।’’

কোহলি হয়তো বোঝাতে চেয়েছেন পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল তিনি আর নিতে পারছেন না। বিশেষ করে বিশ্বের অন্যতম সেরা দলের হয়ে মাঠে পাঁচ দিন লড়াই করার জন্য প্রয়োজনীয় সক্ষমতা তাঁর নেই বলে মনে করছেন। এক পরই ইঙ্গিতপূর্ণ ভাবে কোহলি বলেছেন, ‘‘আপনি যদি আমাকে বলেন কালই টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে, তা হলে কোনও আক্ষেপ ছাড়াই সরে যাব। কারণ ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর থেকে যা যা করেছি, সব দলের জন্য। সব সময় দলের কথা ভেবে খেলেছি। চেষ্টা করেছি পরিবেশ উন্নত করার। কারণ আমি ওই পরিবেশেরই অংশ।’’

সেই সাক্ষাৎকারে কোহলি আরও বলেছেন, ‘‘চাই না তরুণ ক্রিকেটারদের মাস বা বছরগুলো নষ্ট হোক। তরুণ বয়সে আমার যেমন নষ্ট হয়েছিল। এই পর্যায়ে সফল হওয়ার পথ খুঁজে পেতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল আমার। তাই চাইব তরুণেরা পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিক যাতে ভারতীয় ক্রিকেটের পরিবর্তনটা মসৃণ হয়। তা হলে সিনিয়র ক্রিকেটারেরা অবসর নেওয়ার পর দলটা আবার তৈরি করতে দু’তিন বছর লাগবে না। আমরা এখন ক্রিকেটজীবনের শেষ প্রান্তে। চাইব আমরা থাকতে থাকতেই ওরা দ্রুত সব কিছুর সঙ্গে মানিয়ে নিক যাতে ভারতীয় ক্রিকেটকে সেরা জায়গায় ধরে রাখা যায়।’’

শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরের সময়ই কোহলি একাধিক বার সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে দীর্ঘ দিন ধরে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না বলে জায়গা আটকে রাখতে চাইছে না আর।

Virat Kohli test cricket retirement Indian Cricket team BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy