ভারত-পাকিস্তান সংঘাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। শনিবার সংঘর্ষবিরতি ঘোষণা হলেও তার আগেই প্রতিযোগিতা বন্ধ হয়। পাকিস্তান থেকে দুবাই ফিরে বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন জানিয়েছেন, ড্রোন আক্রমণের কথা লুকিয়ে গিয়েছিল সে দেশের বোর্ড। জোর করে পিএসএল চালানোর চেষ্টা করা হয়েছিল।
শনিবার দুবাই ফেরেন রিশাদ। তিনি জানিয়েছেন, প্রতিযোগিতার মাঝে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে ড্রোন আক্রমণের কথা জানায়নি পাকিস্তান। তারা চাইছিল সব ম্যাচ করাচিতে আয়োজন করতে। কিন্তু ক্রিকেটারেরা রাজি হননি বলে তা করা যায়নি।
রিশাদ বলেছেন, “বৈঠক ডাকা হয়েছিল আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা ওই পরিস্থিতিতে কী ভাবছিলাম সেটা জানতে চাওয়া হয়েছিল। সব বিদেশি ক্রিকেটারেরাই জানিয়েছিল, এই মুহূর্তে দুবাইয়ের থেকে নিরাপদ জায়গা আর নেই।”
আরও পড়ুন:
রিশাদের সংযোজন, “পিসিবি চেয়ারম্যান আমাদের বোঝাতে চেষ্টা করেছিলেন যে বাকি ম্যাচগুলো করাচিতে করা যায়। সেই মুহূর্তে তিনি এক দিন আগে হওয়া ড্রোন আক্রমণের ব্যাপারে একটা কথাও বলেননি। আমরা পরে জানতে পারি। তার আগেই দুবাইয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। দেশে ফেরার জন্য আমাদের সাহায্য করেছেন পিসিবি চেয়ারম্যান।”
বিদেশি ক্রিকেটারেরা আরও ভয় পেয়েছিলেন বলে দাবি করেছেন রিশাদ। বলেছেন, “স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড উইজ়া, টম কুরানের মতো বিদেশিরা খুব ভয় পেয়েছিল। দুবাইয়ে পৌঁছে মিচেল বলেই দিয়েছে, আর কোনও দিন পাকিস্তানে খেলতে যাবে না। বিশেষ করে এ ধরনের পরিস্থিতি থাকলে।”