Advertisement
E-Paper

বিশ্বরেকর্ড শাকিবের! প্রথম ক্রিকেটার হিসাবে কী নজির গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার

বিশ্বরেকর্ড গড়লেন শাকিব আল হাসান। রবিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচের সেরা শাকিব বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১১:৫১
cricket

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

দেশের হয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও তাঁর ধার যে কমেনি, তা আরও এক বার দেখালেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান। বিশ্বরেকর্ড গড়লেন তিনি। রবিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচের সেরা শাকিব বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন শাকিব। রবিবার সেন্ড কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে বল হাতে দু’ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শাকিব। পরে রান তাড়া করতে নেমে ১৮ বলে ২৫ রান করেন তিনি। দু’বল বাকি থাকতে ১৩৭ রান তাড়া করে জেতে ফ্যালকনস। ম্যাচের সেরা হন শাকিব।

এই ম্যাচে ৩ উইকেট নেওয়ার ফলে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৫০০ উইকেট হল তাঁর। শাকিব বিশ্বের পঞ্চম বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ৫০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। তাঁর আগে এই কীর্তি রয়েছে রশিদ খান, ডোয়েন ব্র্যাভো, সুনীল নারাইন ও ইমরান তাহিরের। বিশ্বের প্রথম বাঁহাতি স্পিনার হিসাবে এই কীর্তি করেছেন তিনি।

পাশাপাশি একটা বিশ্বরেকর্ড গড়েছেন শাকিব। তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৫০০ বা তার বেশি উইকেট নিয়েছেন এবং ৭০০০ বা তার বেশি রান করেছেন। উইকেটের তালিকায় শাকিবের থেকে বেশি হলেও ব্র্যাভোর রান কম। আবার রানের তালিকায় শাকিবের থেকে বেশি হলেও উইকেট কম আন্দ্রে রাসেলের।

টি-টোয়েন্টিতে শাকিবের রান ৭৫৭৪। উইকেটের সংখ্যা ৫০২। ব্র্যাভোর রান ৬৯৭০। উইকেট ৬৩১। আবার রাসেল ৯৩৬১ রান করলেও ৪৮৭ উইকেট নিয়েছেন। যা পরিস্থিতি তাতে শাকিবের পর ৫০০ বা তার বেশি উইকেট ও ৭০০০ বা তার বেশি রানের মালিক রাসেলই হবেন। কারণ, এখনও টি-টোয়েন্টি খেলছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও একটা রেকর্ড রয়েছে শাকিবের। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি দেশের হয়ে ১০০ বা তার বেশি উইকেট নেওয়ার পাশাপাশি ২৫০০ বা তার বেশি রান করেছেন। বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন শাকিব। করেছেন ২৫৫১ রান। বিশ্বে ১০০ বা তার বেশি উইকেট নেওয়া অন্য কোনও ক্রিকেটারের ১০০০-এর বেশি রানও নেই।

Shakib Al Hasan Bangladesh Cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy