Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Bangladesh Cricket

আবার টেস্টে নিউ জ়িল্যান্ডকে হারানোর পথে বাংলাদেশ, তাইজুলের দাপটে শেষ কেন উইলিয়ামসনেরা

আর মাত্র ৩ উইকেট দরকার। তা হলেই টেস্টে দ্বিতীয় বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নেবে বাংলাদেশ।

Bangladesh Cricket

উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস তাইজুল ইসলাম এবং মেহিদি হাসান মিরাজের। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৩
Share: Save:

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শনিবার বাংলাদেশ নামবে জয়ের লক্ষ্য নিয়ে। আর মাত্র ৩ উইকেট দরকার। তা হলেই টেস্টে দ্বিতীয় বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নেবে বাংলাদেশ। শাকিব আল হাসানকে ছাড়াই দাপট দেখাচ্ছে নাজমুল হাসান শান্তর দল।

সিলেটে শুক্রবার দিনের শেষে কিউইরা ১১৩ রানে ৭ উইকেট হারিয়েছে। তাদের জয়ের জন্য এখনও ২১৯ রান প্রয়োজন। যা বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে করা বেশ কঠিন হবে নিউ জ়িল্যান্ডের পক্ষে। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রান তোলে। জবাবে নিউ জ়িল্যান্ড তোলে ৩১৭ রান। কেন উইলিয়ামসন শতরান করেন। গ্লেন ফিলিপ্স (৪২) এবং ড্যারিল মিচেল (৪১) চেষ্টা করলেও বড় রান তুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৩৮ রান। সেই ইনিংসে শতরান করেন শান্ত। অধিনায়ক হয়েই প্রথম ম্যাচে শতরান করেন তিনি। মুশফিকুর রহিম ৬৭ রান করেন। মেহেদি হাসান মিরাজ করেন ৫০ রান। নিউ জ়িল্যান্ডের সামনে ৩৩২ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে চারটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি। তাইজুলের দাপটে নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা রান করতে পারেননি। চতুর্থ ইনিংসে ৩৩২ রান তুলতে নেমে একের পর এক ব্যাটার এসেছেন এবং আউট হয়েছেন। মিচেল ৪৪ রান করে এখনও ক্রিজে রয়েছেন। ডেভন কনওয়ে করেন ২২ রান। বাকিদের কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। কোনও রান পাননি টম লাথাম। উইলিয়ামসন করেন ১১ রান। তাইজুল শেষ ইনিংসে তুলে নেন কনওয়ে, উইলিয়ামসন, টম ব্লান্ডেল এবং কাইল জেমিসনের উইকেট।

গত বছর নিউ জ়িল্যান্ডের মাঠে গিয়ে তাদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এ বার নিজেদের মাঠে কিউইদের হারানোর মুখে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE