Advertisement
E-Paper

টি-টোয়েন্টি ক্রিকেটে নজির মাহেদির, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ক্রিকেটার

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেটে বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ভাল পারফরম্যান্স ছিল হরভজন সিংহের। বুধবার তাঁর রেকর্ড ভাঙলেন বাংলাদেশের অফস্পিনার মাহেদি হাসান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২১:২০
Picture of Mahedi Hasan

মাহেদি হাসান। ছবি: এক্স (টুইটার)।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হরভজন সিংহের একটি রেকর্ড ভেঙে গেল বুধবার। নতুন নজির গড়লেন বাংলাদেশের মাহেদি হাসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার। তাতেই হয়েছে নতুন নজির।

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বুধবার মুখোমুখি দু’দল। এই ম্যাচে বাংলাদেশের সফলতম বোলার মাহেদিই। তাঁর দাপটে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩২ রান তুলতে পেরেছে। প্রেমদাসা স্টেডিয়ামে সফরকারী দলগুলির বোলারদের মধ্যে এত দিন সেরা পারফরম্যান্স ছিল হরভজনের। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোর এই মাঠে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন হরভজন। মাহেদি তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন বুধবার।মাহেদি প্রেমদাসা স্টেডিয়ামে বিদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা পারফরম্যান্স করলেন।

প্রেমদাসা স্টেডিয়ামে ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স দখলে রয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গার। তিনি ২০২১ সালে ভারতের বিরুদ্ধে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তাঁর রেকর্ড অক্ষতই থাকল।

মাহেদি ছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ভাল বল করেছেন। ১৭ রানে ১ উইকেট অভিজ্ঞ জোরে বোলারের। ১০ রানে ১ উইকেট শামিম হোসেনের। তিনি ২ ওভার বল করেছেন। শ্রীলঙ্কার সফলতম ব্যাটার পাথুম নিশঙ্কা করেছেন ৩৯ বলে ৪৬। দাসুন শনাকার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস।

T20I Harbhajan Singh colombo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy