টিমবাস থেকে নেমে মাঠে ঢোকার আগে মোবাইল ফোন জমা রাখতে হয় ক্রিকেটারদের। খেলা শেষ হয়ে গেলে সেই ফোন আবার পেয়ে যান তাঁরা। এটিই এখন ক্রিকেটের নিয়ম। সেই নিয়মই ভাঙলেন এক ব্যাটার। পকেটে মোবাইল নিয়ে ব্যাট করতে নামলেন ব্যাটার। রান নিতে গিয়ে সেই ফোন পড়েও গেল পকেট থেকে।
ঘটনাটি ঘটেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপে। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছিল ল্যাঙ্কাশায়ার। ভাল ব্যাট করছিল তারা। প্রথম ন’জন ব্যাটার দলের রান ৪০০ পার করে দেন। ১০ নম্বরে ব্যাট করতে নামেন টম বেইলি। ১১৪তম ওভারে গ্লস্টারশায়ারের পেসার জশ শ’য়ের বল ফাইন লেগে মেরে দু’রান নেওয়ার চেষ্টা করেন টম। সেই সময়ই তাঁর পকেটে থেকে কিছু একটা পিচে পড়ে।
এক ধারাভাষ্যকার তা দেখে বলেন “ওর পকেট থেকে কিছু একটা পড়েছে। মনে হচ্ছে মোবাইল।” তখন আর এক ধারাভাষ্যকার বলেন, “হতেই পারে না। ফোন নিয়ে কী ভাবে খেলতে নামল টম?”
আরও পড়ুন:
ফোনটি তোলেন পেসার জশ। তিনি তা আম্পায়ারের হাতে তুলে দেন। তার পরেও অবশ্য খেলা চালিয়ে গিয়েছেন টম। ৩১ বল খেলে ২২ রান করেন তিনি। তাঁর দল ৪৫০ রান করে। কিন্তু তার পরেও বিতর্ক থামছে না। ধারাভাষ্যকারেরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তাঁরা জানান, আম্পায়ারেরা ম্যাচ রেফারির কাছে যে রিপোর্ট দেবেন, তাতে কি মোবাইলের কথা উল্লেখ করা থাকবে? যদি থাকে তা হলে শাস্তিও পেতে পারেন টম। এখন দেখার এই ঘটনার জল কত দূর গড়ায়।