ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। সংঘর্ষবিরতির পরে আবার শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা। কবে থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে তা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মাঝে কিছু দিন খেলা বন্ধ থাকায় সূচি নতুন ভাবে তৈরি করতে হয়েছে। পরিবর্তিত সেই সূচিও জানিয়ে দিয়েছে বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৭ মে, শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও, প্লে-অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড।
সীমান্তে উত্তেজনার মাঝে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয়। ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয়। পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়। গত শনিবার সংঘর্ষবিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান। জানা যায়, তার পরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ১০ দল। তাদের নিয়ে তাড়াতাড়ি বৈঠকে বসেন বোর্ডকর্তারা। সেখানেই ঠিক হয়, কবে থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে।
আরও পড়ুন:
আইপিএল বন্ধ হওয়ার সময়ই বোর্ড ১০ দলকে জানিয়ে দিয়েছিল, যে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ দেশে ফিরে গিয়েছেন, তাঁরা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁদের। সেই নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে।
চেন্নাই এবং হায়দরাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি। বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ রয়েছে। কেকেআর (১৭ মে) এবং হায়দরাবাদের (২৩ মে) বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কোহলির আরসিবি। এ ছাড়া, জয়পুর, দিল্লি, অহমদাবাদ, লখনউ এবং মুম্বইয়ে বাকি ম্যাচগুলি হবে।
জয়পুরে হবে রাজস্থান বনাম পঞ্জাব (১৮ মে), পঞ্জাব বনাম দিল্লি (২৪ মে) এবং পঞ্জাব বনাম মুম্বই (২৬ মে) ম্যাচ।
দিল্লিতে হবে দিল্লি বনাম গুজরাত (১৮ মে), চেন্নাই বনাম রাজস্থান (২০ মে) এবং হায়দরাবাদ বনাম কলকাতার (২৫ মে) ম্যাচ।
লখনউয়ে হবে লখনউ বনাম হায়দরাবাদ (১৯ মে) এবং লখনউ বনাম বেঙ্গালুরু (২৭ মে) ম্যাচ।
অহমদাবাদে হবে গুজরাত বনাম লখনউ (২২ মে) এবং গুজরাত বনাম চেন্নাই (২৫ মে) ম্যাচ।