প্রত্যাশিত ভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের দলে ফিরলেন রোহিত শর্মা। বুধবার রাতে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হল। দু’টি ফরম্যাটেই অধিনায়ক হিসেবে ফিরেছেন রোহিত। এই দলে সব থেকে বড় চমক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা তারকা রবি বিষ্ণোইয়ের আবির্ভাব। দু’টি ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন তিনি। সম্প্রতি তাঁকে বিরাট মূল্যে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টসও। পাশাপাশি এই সিরিজে বিশ্রাম দেওয়া হল যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে।
চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারেননি রোহিত। এক দিনের ক্রিকেটে বিরাট কোহলীকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর রোহিতকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করে ভারত। হ্যামস্ট্রিংয়ে চোট ছিল রোহিতের। তবে সাত সপ্তাহ রিহ্যাবে থাকার পর বুধবারই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাস করেন তিনি। তারপরেই তাঁকে দলে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত মেলে। ফলে সীমিত ওভারের সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।
এ ছাড়া, দীর্ঘদিন বাদে সীমিত ওভারের দলে প্রত্যাবর্তন ঘটেছে কুলদীপ যাদবের। যুজবেন্দ্র চহাল সাম্প্রতিক কালে দলে জায়গা পেলেও কুলদীপ সুযোগ পাচ্ছিলেন না। আইপিএল-এ কেকেআর-এর হয়েও খুব বেশি খেলতে দেখা যায়নি। তবে ফের জাতীয় দলে দেখা যেতে চলেছে ‘কুল-চা’ জুটি।