ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর আইপিএল যে আবার শুরু হবে তা ইতিমধ্যেই জানা গিয়েছে। এ বার জানা গেল, প্রতিযোগিতা শুরুর করার জন্য তিনটি সূচি তৈরি করে রেখেছে বিসিসিআই। সোমবার রাতেই সূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেওয়া হতে পারে। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’ এই খবর জানিয়েছে।
প্রথম সূচি অনুযায়ী, ‘হোম এবং অ্যাওয়ে’ ফরম্যাটে যে ভাবে খেলা হওয়ার কথা ছিল সে ভাবেই হবে। তবে ধর্মশালা বাদ পড়তে পারে। সেখানে পঞ্জাবের এখনও একটি খেলা বাকি। এ ছাড়া বাকি দু’টি সূচিতে মূলত দক্ষিণী রাজ্যগুলিতে ম্যাচ আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভবত হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে ম্যাচগুলি হবে। তবে কোনও রাজ্য সংস্থাই এ ব্যাপারে মুখ খুলতে রাজি নয়।
কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। তবে বোর্ডের কোনও কর্তাই মুখ খুলতে রাজি নন। রবিবার রাতেই দলগুলির কাছে সূচি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের শহরে ফিরতে।
সব বিদেশিরা আবার যে নিজেদের দলে যোগ দেবেন এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বোর্ডের প্রাথমিক দায়িত্ব হল লিগ পর্বের সব ম্যাচ শেষ করা। তাতে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই ম্যাচ হলে সেটাই হবে।
উল্লেখ্য, রবিবারই জানা গিয়েছিল যে এক সপ্তাহ বন্ধ থাকার পরে ১৬ মে আবার শুরু হতে পারে আইপিএল। তার ফলে পিছিয়ে যেতে পারে ফাইনাল। বাকি সব ম্যাচের জন্য তিনটি কেন্দ্র বেছে রেখেছে বোর্ড। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের রিপোর্টে এই কথা জানায়। ফাইনাল ম্যাচ হওয়ার কথা গত বারের চ্যাম্পিয়ন কেকেআরের শহর কলকাতায়। কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায় ফাইনাল না-ও হতে পারে ইডেনে। ওই সময়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
পঞ্জাব কিংস ছাড়া বাকি ন’টি দলকে বোর্ড নির্দেশ দিয়েছে, মঙ্গলবারের মধ্যে নিজেদের ঘরের মাঠে একত্রিত হতে হবে। তবেই আগামী শুক্রবার খেলা শুরু করা যাবে। ১০ দলের বিদেশি ক্রিকেটারেরা কবে ফিরছেন সেই তথ্যও বোর্ডকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার আইপিএল বন্ধ হওয়ার পরে সে দিনই ভারত থেকে নিজেদের দেশে ফিরে গিয়েছেন বিদেশি ক্রিকেটারেরা। নতুন করে তাঁদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করতে হবে। গ্রুপ পর্যায়ের বাকি ১২টি ম্যাচ ও প্লে-অফ শেষ করার জন্য অন্তত দু’সপ্তাহ সময় চায় বোর্ডের। প্লে-অফের জন্য প্রায় ছ’দিন সময় লাগে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করার জন্য ছ’দিন পাওয়া যাবে। অর্থাৎ, প্রতি দিন দু’টি করে ম্যাচ হতে পারে। সে ভাবেই সূচি করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।