বিরাট কোহলিদের জন্য কিছুটা সুর নরম করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দুবাইয়ে ক্রিকেটারদের কাছে যেতে পারবে পরিবার। প্রথমে জানানো হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র ১৯ দিনের প্রতিযোগিতা, তাই পরিবারের কেউ ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন না। সেই সিদ্ধান্ত থেকে সরে এল বোর্ড। তবে রইল একটি শর্ত।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ভারতের। ভারত যদি ফাইনালে ওঠে তা হলেও তিন সপ্তাহের বেশি চলবে না প্রতিযোগিতা। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, যদি ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকে তা হলে সেখানে দু’সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। এ ক্ষেত্রে যে হেতু প্রতিযোগিতার দিন অনেক কম, তাই বোর্ড জানিয়েছিল যে পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। সেই সিদ্ধান্তেই বদল। ‘দৈনিক জাগরণ’ সূত্রে খবর, একটি ম্যাচের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ফতোয়া থাকলেও এক সিনিয়র ক্রিকেটার আবেদন করেছিলেন যাতে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারেন, যা নাকচ করে দিয়েছিল বোর্ড। এ বার বিসিসিআই জানিয়েছে, একটি ম্যাচের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যেরা দুবাই যেতে পারবেন। তবে কোন ম্যাচে তাঁরা যাবেন, সেটা ক্রিকেটারেরা ঠিক করবেন। বোর্ডের কাছে ক্রিকেটারদের লিখিত ভাবে জানাতে হবে কোন ম্যাচে কার পরিবারের সদস্যেরা দুবাই যাবেন। তার পর বোর্ড অনুমতি দেবে।
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় দল নিরাপত্তার কারণে পাকিস্তান যাবে না। রোহিত শর্মারা সব ম্যাচ দুবাইয়ে খেলবেন। সেখানেই ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। এর পর পাকিস্তান (২৩ ফেব্রুয়ারি) এবং নিউ জ়িল্যান্ডের (২ মার্চ) বিরুদ্ধে গ্রুপের পরবর্তী ম্যাচ খেলবেন রোহিতেরা। ভারত যদি সেমিফাইনালে ওঠে তা হলে ৪ মার্চ খেলবে তারা। ফাইনাল ৯ মার্চ। এই সব ম্যাচের মধ্যে যে কোনও একটি ম্যাচে পরিবারকে সঙ্গে পাবেন ক্রিকেটারেরা।